কচুয়া(বাগেরহাট)প্রতিনিধিঃ
কচুয়ায় মো: রাজু সেখ(১৯) ও মো: সোহেল সেখ (২৪) নামে দুই মাদক ব্যাবসায়ী আটক করেছে পুলিশ।
কচুয়া থানা পুলিশ জানায় যে, গতকাল রাত সাড়ে ৮ টায় কচুয়া থানার অফিসার ইন চার্জ মো: মনিরুল ইসলামের নেতৃত্বে গজালিয় ক্যাম্পের ইনচার্য এসআই সঞ্জয় মন্ডল,এএসআই আজাহারুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে গোপন সংবাদের ভিত্তিতে কচুয়া থানাধীন গজালিয়া বাজারস্থ্য গজালিয়া বাজার খেয়াঘাট সলিং রাস্তার উপর থেকে মাদক(গাজা) বিক্রি সময় হাতে নতে সোনাকান্দর গ্রামের ইলিয়াস সেখের ছেলে মো: রাজু সেখ কে আটক করে ।এর পূুর্বে গজালিয়া ইউনিয়নের জোবাই গ্রামের সেখ তাইজুল সেখের পুত্র সেখ সোহেল কে একরাম শেখের বাড়ির সামনে ইটের সলিং রাস্তার উপর থেকে আটক করা হয়।পরে এসআই সঞ্জয় মন্ডল বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন-২০১৮ সালের ৩৬(১) এর ১৯(ক) ধারায় অপরাধ করায় আসামীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহন জন্য মামলা করেন।মামলা নং-৭/১০১ ,তারিখ-২১-১১-২১।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2025 Nabadhara. All rights reserved.