শরিফুল ইসলাম, স্টাফ রিপোর্টার নড়াইলঃ
নড়াইলের লোহাগড়া উপজেলা সদরের ৭ নং লোহাগড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকার মাঝি হলেন নিহত সাবেক সফল চেয়ারম্যান বদর খন্দকারের সহধর্মিণী নাজমিন খন্দকার।
বুধবার (২৪ নভেম্বর ) সকালে ঢাকা থেকে সড়ক পথে লোহাগড়ার উপজেলার কালনা ফেরীঘাটে এসে পৌঁছান। নাজমিন খন্দকার কে দলীয় নেতা কর্মী ছাড়াও বিভিন্ন শ্রেনীর পেশার হাজারো মানুষ স্বাগত জানান এবং গলায় ফুলের মালা পরিয়ে বরণ করে নেন।
এ সময় তরুণ-যুবকরা ভুতু বাজিয়ে কালনা ঘাটসহ আশপাশের এলাকা প্রকম্পিত করে তোলে। পরে অনুষ্ঠিত এক সমাবেশে বক্তব্য রাখেন, নিহত বদর খন্দকারের ছেলে আবু সাঈদ খন্দকার, বীর মুক্তিযোদ্ধা মাহাতাব হোসেন , লোহাগড়া উপজেলা আওয়ামী লীগের যুগ্ম -সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের সদস্য সাজ্জাদ হোসেন মুন্না, পৌর আওয়ামী লীগ নেতা সৈয়দ আকরাম আলী আকিদুল, ওবায়দুর রহমান বিল্পব, লোহাগড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আনোয়ার মৃর্ধা ও নৌকা প্রতিকের প্রার্থী নাজমিন খন্দকার।
তিনি দলীয় সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা , নড়াইল-২ আসনের সংসদ সদস্য মাশরাফি বিন মোর্তুজাসহ জেলা ও উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে আওয়ামী লীগ মনোনীত নৌকায় ভোট প্রার্থনা করেন ।
সমাবেশ শেষে সহস্রাধিক মোটর সাইকেলের একটি শোভাযাত্রা ওই ইউনিয়নের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ।