মোঃ জিহাদুল ইসলাম, নড়াইলঃ
নড়াইলের কালিয়া উপজেলার কলাবাড়ীয়া ইউনিয়নের বোয়ালিয়ার চর এলাকায় ইউনিয়ন আ’লীগের সভাপতি নজরুল মোল্যার বাড়ীর সন্নিকটে গেটের নৌকায় রাতের আঁধারে প্রতিপক্ষের সমর্থকদের বিরুদ্ধে আগুন দেওয়ার অভিযোগ করেছেন নৌকা সমর্থকেরা।
এ সময় সাংবাদিকদের সামনে এ ঘটনার তীব্র নিন্দা, প্রতিবাদ ও দোষীদের আইনের আওতায় আনার আহ্বান জানিয়ে বক্তব্য রাখেন নৌকার প্রার্থী তালুকদার রাজিউল হাসান রাজু, ইউনিয়ন আওয়ামিলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা নজরুল মোল্যা, উপজেলার নড়াগাতী থানা কৃষকলীগের সভাপতি আবুল হাসনাত, ও নড়াগাতী থানা আওয়ামী যুবলীগের সভাপতি হাফিজুর রহমান দিপু প্রমুখ। বক্তারা বলেন,সরকারী নির্দেশনা অনুযায়ী বেলা ২টা থেকে রাত ৮টা পর্যন্ত প্রচার প্রচারনার খথা থাকলেও স্বতন্ত্র প্রার্থী আনারশ প্রতীকের সমর্থকেরা ওই নির্দেশনা অমান্য করে প্রতিনিয়ত বিধি লংঘন করছে। আমাদের ধারণা ওই রাতে বোয়ালিয়ার চর এলাকায় গণসংযোগ শেষে অনুমান রাত ১১টার দিকে তারা আমাদের প্রানের নৌকায় আগুন ধরিয়ে দেয়। যা নৌকা প্রতীকের অবমাননার শামিল। এ বিষয়ে প্রশাসনকে যথাযথ ব্যবস্থা গ্রহনের আহ্বান জানান বক্তারা।
স্বতন্ত্র প্রার্থী এ্যাডঃ মাহামুদুল হাসান কায়েস তার সমর্থকদের বিরুদ্ধে আনিত অভিযোগ অস্বীকার করে নবধারা কে জানান, তিনি ওই ইউনিয়নের বার বার নির্বাচিত চেয়ারম্যান, তিনি ছাত্রলীগ, যুবলীগ ও আওয়ামীলীগ করেছেন এবং এই প্রতীকটাকে বুকে লালন করেন। তিনি এ ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলেন, যথাযথ প্রমান সাপেক্ষে যারা এ ঘটনার সাথে জড়িত তাদের বিচারের মুখমুখী করা উচিৎ।
নড়াগাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোসাঃ রোখসানা খাতুন নবধারা কে বলেন, উচ্চ মহলের নির্দেশে ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2025 Nabadhara. All rights reserved.