গোপালগঞ্জ প্রতিনিধি :
গোপালগঞ্জে ন্যাশনাল প্রোডাকটিভিটি অর্গানাইশেনের (এনপিও) জনবলের সক্ষমতা বৃদ্ধি এবং দেশব্যাপী উৎপাদনশীলতা বিষয় অবহিতকরণ শীর্ষক প্রকল্পের আওতায় দিই দিনব্যাপী কর্মশালার শুরু হয়েছে। ন্যাশনাল প্রোডাকটিভিটি অর্গানাইজেশন(এনপিও) ও বাংলাদেশ জাতীয় ক্ষুদ্র শিল্প সমিতি (নাসিব) এ কর্মশালার আয়োজন করে।
আজ বুধবার (২৪ নভেম্বর) সকালে গোপালগঞ্জ শহরের শতবর্ষী নজরুল পাবলিক লাইব্রেরীতে অনুষ্ঠিত দুই দিনব্যাপী এ কর্মশালার উদ্বোধন করেন জেলা প্রশাসক শাহিদা সুলতানা। গোপালগঞ্জ নাসিবের সভাপতি আলী নঈম খান জিমির সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে শিল্প মন্ত্রণালয়ের এনপিও প্রকল্পের প্রকল্প পরিচালক ও উর্ধ্বতন গবেষণা কর্মকর্তা মুহাম্মদ আরিফুজ্জামান, নাসিবের কেন্দ্রীয় কমিটির পরিচালক মামুনার রশিদ, কোর্স সমন্বয়কারী এনপিও এর গবেষণা কর্মকর্তা মো: আকিবুল হক বক্তব্য রাখেন। দুই দিনব্যাপী এ কর্মশালায় জেলার ৩০ জন প্রশিক্ষণার্থী অংশগ্রহন করছেন।