গোপালগঞ্জ প্রতিনিধিঃ
গোপালগঞ্জে করোনা সংক্রমণ রোধে ১২ থেকে ১৭ বছর বয়সী শিক্ষার্থীদের করোনা টিকা প্রদান কর্মসূচী শুরু হয়েছে। গোপালগঞ্জ সিভিল সার্জন ও স্বাস্থ্য বিভাগ এ টিকা প্রদান কর্মসূচীর আয়োজন করে।
আজ বুধবার (২৪ নভেম্বর) সকাল ৯ টায় শহরের স্বর্ণকলি উচ্চ বিদ্যালয়ে এই টিকা কার্যক্রম শুরু হয়। এ কেন্দ্রে জেলার ১২ থেকে ১৭ বছর বয়সী ২ হাজার শিক্ষার্থীকে ফাইজারের টিকা প্রদান করা হচ্ছে। জেলা স্বাস্থ্য বিভাগে তিনজন নার্স শিক্ষার্থীদের টিকা প্রদান করছেন। এ করোনা টিকা পাওয়ার ফলে শিক্ষার্থীরা করোনায় আক্রান্ত হবার হাত থেকে নিরাপদ থাকবে।
গোপালগঞ্জ সিভিল সার্জন ডাঃ সুজাত আহমেদ নবধারা কে জানান, শিক্ষার্থীদের করোনা থেকে ঝুঁকিমুক্ত করতে এ টিকা প্রদান করা হচ্ছে। দুই হাজার শিক্ষার্থীকে এ টিকা দেয়ার লক্ষ্যমাত্র ধরা হয়েছে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।