
নবধারা ডেস্কঃ
গোপালগঞ্জে কমিউনিস্ট পার্টির জেলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। এ সভায় দ্বাদশ কংগ্রেসের রাজনৈতিক প্রস্তাব (খসড়া) নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
আজ শুক্রবার (২৬ নভেম্বর) সকাল ১০ টায় বাংলাদেশের কমিউনিস্ট পার্টি গোপালগঞ্জ জেলার সভাপতি মোহাম্মদ আবু হোসেনের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।
কেন্দ্রীয় প্রতিনিধি হিসেবে সভায় বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির সদস্য ও খুলনা জেলা কমিউনিস্ট পার্টির সভাপতি কমরেড ডাঃ মনোজ দাস।
এসময় গোপালগঞ্জ জেলা কমিটির সাধারণ সম্পাদক কমরেড নিহার রঞ্জন বিশ্বাস, জেলা কমিটির সম্পাদক মন্ডলীর সদস্য কমরেড পঙ্কজ কুমার পান্ডে, সহ সাধারণ সম্পাদক কমরেড রনেন্দনাথ মণ্ডল, সদস্য কমরেড কৃষ্ণ প্রসাদ বিশ্বাস, গোবিন্দ বালা সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।