পিরোজপুর জেলা প্রতিনিধিঃ
পিরোজপুৱ জেলাৱ সদর উপজেলাৱ পৌরসভার ৬নং ওয়ার্ডে বড় ভাইজোড়া নামক এলাকায় পরকীয়ার রেশ ধরে ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন হয়েছে।জামাল সিকদারের ভাড়া বাসায়।
মোঃ এনামুল (৩৮) পিতাঃ মৃত মোতালেব শেখ, সাং শিকদারবাড়ি, ঝাঠকাঠী, ৪নং ওয়ার্ড, পিরোজপুর পৌরসভা থেকে ঐ ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, তার স্ত্রী রেশমা (২৯), পিতাঃ শহিদুল ইসলাম খাঁন এর সাথে তার ছোট ভাই রাকিব (৩২) এর দীর্ঘদিন যাবত পরকীয়া সম্পর্ক চলতেছিল ।পরে বড় ভাই জানতে পেরে ছোট ভাইকে নিষেধ করলে ছোট ভাই এবং বড় ভাইয়ের মধ্যে বাকবিতণ্ডা বাজে এবং একপর্যায়ে ছোট ভাই বড় ভাইকে দেশীয় অস্ত্র দ্বারা জোরালো আঘাত করলে বড় এনামুল ভাড়া বাসার মাধ্যেই মৃত্যু বরন করে।
স্থানীয় লোকজন শুনতে পেরে তখন এলাকাবাসী পিরোজপুর সদর থানা পুলিশকে খবর দেয় । খবর পেয়ে পিরোজপুর সদর থানার পুলিশ এখানে উপস্থিত হন এবং মৃত্যু দেহটিকে সুরাত হাল করে পিরোজপুর সদর হাসপাতালে পাঠান।এনামুল এর স্ত্রী রেশমা এবং ছোট ভাই রাকিব কে পিরোজপুর সদর থানা পুলিশ হেফাজতে নিয়ে যান ।
এ বিষয়ে সদর থানার ওসি মোহাম্মদ আ জ ম মাসুদুজ্জামানের কাছে জানতে চাইলে তিনি বলেন গত কাল ২৬/১১/২০২১ইং তারিখ সন্ধ্যায় বড় ভাইজোড়া এলাকার লোকজনের মাধ্যমে জানতে পারি একটি খুন হয়েছে ।
আমরা পুলিশ নিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পিরোজপুর সদর হাসপাতালের মর্গে পাঠাই ।এরং এনামুল স্ত্রী রেশমা ও তার ছোট ভাই রাকিবকে গ্রেপ্তার করা হয়েছে।মামলা প্রক্রিয়াধীন রয়েছে।