ফকিরহাট উপজেলা অডিটরিয়ামে ৩০০০জনকে হাইব্রীড বীজ, ১৩৫০জনকে উফসী ধানের বীজ সহ ১৩৫০০ কেজি ডিএপি সার ও ১৩৫০০ কেজি এমওপি সার এবং ১২৭৫০ কেজি বীজ বিতরণ করা হয়েছে।
২০২১-২২ অর্থবছরে রবি মৌসুমে বোরো ধানের হাইব্রীড (এস এস-৮ এইচ) জাতের বীজ এবং উচ্চ ফলনশীল (উফশী) জাতের বীজ ব্যবহারের মাধ্যমে উৎপাদন বৃদ্ধির জন্য কৃষকদের মাঝে সহায়তা কর্মসূচির আওতায় কৃষকদদের মাঝে বীজ ও সার বিতরণ করেন কৃষি বিভাগ।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা বেগমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ করেন উপজেলা চেয়ারম্যান স্বপন দাশ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা মো. নাছরুল মিল্লাত।
উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা নুসরত জাহানের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান তহুরা খানম, ইউপি চেয়ারম্যান এ্যাড. হিটলার গোলদার, ইউপি চেয়ারম্যান সরদার আমিনুর রশিদ মুক্তি, উপ-সহকারি কৃষি কর্মকর্তা প্রধপি কুমার মন্ডল, কৃষক আছাদুজ্জামান শেখ, মো. আসাদ খান প্রমূখ।