পিরোজপুর জেলা ও উপজেলা তাতী লীগ নেতাকর্মীদের উপস্থিতিতে বক্তব্য রাখেন জেলা তাতী লীগের আহবায়ক আক্তারুজ্জামান, পৌর কাউন্সিলর সাইদুল্লাহ্ লিটন, জেলা তাতী লীগের যুগ্ন আহবায়ক শেখ নিয়াজ আহম্মেদ, জেলা শ্রমিকলীগের সাংগঠনিক সম্পাদক বখতিয়ার হোসেন খোকন, সদর উপজেলা তাতী লীগের আহবায়ক শহিদুল ইসলাম সবুজ প্রমুখ।
ঘন্টাব্যাপী মানববন্ধনে বক্তারা শুভ হত্যাকারীদের অভিলম্বে গ্রেফতার করে আইনের আওতায় আনার জোর দাবী জানান।
গত (৭ নভেম্বর) রবিবার সন্ধায় পিরোজপুর পৌর যুবলীগের সাধারন সম্পাদক ফয়সাল মাহবুব শুভ উপজেলার শংকরপাশায় নৌকা প্রার্থীর পক্ষে নির্বচনী প্রচারনায় গেলে প্রতিপক্ষ সন্ত্রাসীরা তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে শুভর বাম কাধে গুলিবিদ্ধ হয়। সোমবার -(১৫ নভেম্বর ) রাত ১১টা ৪৫ মিনিটের সময় ঢাকার শ্যামলী স্পেশালিস্ট হসপিটালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন।