মোল্লাহাট (বাগেরহাট) প্রতিনিধিঃ
বাগেরহাটের মোল্লাহাটে উপজেলার ৭ নং আটজুড়ি ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের উন্মুক্ত সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকাল ৪ টায় সংশ্লিষ্ট তেতুলবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এ সভা অনুষ্ঠিত হয়।
উক্ত ওয়ার্ডের সদস্য মোঃ আইয়ুব আলী মোল্লার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন আটজুড়ি ইউপি চেয়ারম্যান মোঃ মনিরুজ্জামান মিয়া ও বিশেষ অতিথি ছিলেন, উক্ত ইউপি সচিব মোঃ নুরুল আলম শেখ। এছাড়া উপস্থিত ছিলেন, প্রেসক্লাব মোল্লাহাটের সাধারণ সম্পাদক এম এম মফিজুর রহমান, বিশিষ্ট সমাজ সেবক মোঃ কামরুজ্জামান লাভলু মোল্লা, এম এম ওবাইদুর রহমান মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি আবুল কাশেম কালিম,তেঁতুল বাড়ী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি খলিলুর রহমান, মোল্লা, বীর মুক্তিযোদ্ধা ও সাবেক ইউপি সদস্য মতিয়ার রহমান মোল্লা, বীর মুক্তিযোদ্ধা মোঃ সিরাজুল ইসলাম কাজী, ইউপি সদস্য মোঃ পারভেজ মিয়া, সাবেক ইউপি সদস্য মনিরুজ্জান মোল্লা প্রমুখ।