নবধারা ডেস্কঃ
বাংলাদেশের কমিউনিস্ট পার্টির দ্বাদশ কংগ্রেস এর খসড়া ” রাজনৈতিক প্রস্তাব ” ব্যাখ্যার জন্য আজ সকাল এগারোটায় মানিকগঞ্জে জেলা কমিউনিষ্ট পার্টির সাধারণ সভা অনুষ্ঠিত হয়।
জেলা কমিটির সভাপতি আবুল ইসলাম শিকদার ‘র সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় সভাপতি মন্ডলির সদস্য রফিকুজ্জামান লায়েক ও কেন্দ্রীয় কমিটির সদস্য অ্যাড আজহারুল ইসলাম আরজু।
খসড়া রাজনৈতিক প্রস্তাব পাঠ করেন মো,আরশেদ আলী ও মো, নজরুল ইসলাম।
সভা পরিচালনা করেন জেলা কমিটির সাধারণ সম্পাদক মুজিবর রহমান।