মোল্লাহাট (বাগেরহাট) প্রতিনিধিঃ
বাগেরহাটের মোল্লাহাটে পুষ্টি উন্নয়নে অংশগ্রহন মূলক সমন্বিত প্রকল্প (ক্রেইন) এর আওতায় রুপান্তর আয়োজিত পুষ্টি বিষয়ক সচেতনতামূলক পটগান প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১ ডিসেম্বর) সকাল ১০ টায় উপজেলার কুলিয়া ইউনিয়ন পরিষদ চত্বরে এ পটগান প্রদর্শনী অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কুলিয়া ইউপি চেয়ারম্যান মোঃ মিজানুর রহমান মোল্লা, কুলিয়া ইউপি সচিব মোজাহিদুর রহমান, নাশুখালী সোস্যাল ওয়েল ফেয়ার ম্যাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাইকুল ইসলাম, ডা. হেমায়েত উদ্দিন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখ সোহেল রানা, প্রেসক্লাব মোল্লাহাটের যুগ্ম-সাধারণ সম্পাদক শেখ শাহিনুর ইসলাম শাহিন, উপজেলা ওয়াশ এন্ড সিএসও মোবিলাইজার মোঃ আব্দুল করিমসহ রুপান্তর থিয়েটারের শিল্পী ও কুলিয়া ইউপি সদস্যবৃন্দ।
অনুরুপভাবে বিকাল ৪টায় কুলিয়া তালুকের মাঠ সরকারী প্রাথমিক বিদ্যালয়ে পুষ্টি বিষয়ক পটগান প্রদর্শনী অনুষ্ঠিত হয়।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।