জেলা প্রতিনিধি, পিরোজপুরঃ
বাংলাদেশ ছাত্র ইউনিয়ন নাজিরপুর উপজেলা সংসদের উদ্যোগে ঘোষকাঠি ইউনিয়নে কর্মীসভা অনুষ্ঠিত। বুধবার বিকালে দীর্ঘা মনোরঞ্জন বিদ্যানিকেতনের একটি ক্লাস রুমে কর্মীসভা শেষে সুমন সিকদারকে আহ্বায়ক ও টিটু খান,রনজয় হালদার ও অর্ঘ্য মন্ডলকে যুগ্ম আহ্বায়ক করে ২১ সদস্য বিশিষ্ট কমিটির গঠন করা হয়।
নতুন কমিটির নেতৃবৃন্দকে শপথ বাক্য পাঠ করান জেলা সভাপতি ইমন চৌধুরী।
এসময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক দীপক শীল, পিরোজপুর জেলা সভাপতি ইমন চৌধুরী, নাজিরপুর উপজেলা সংসদের সভাপতি অন্যন্যা কবিরাজ,ইন্দুরকানী উপজেলা সংসদের আহ্বায়ক রবিউল ইসলাম।
এসময় ঘোষকাঠি ইউনিয়নের বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীরা কর্মীসভায় অংশগ্রহণ করেন।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।	
                        
                                                
                        
                        
                                    
                                    
                                    
                                    
                                    
                                    
                                    
                                    
                                    
                                    
                                    
                                    
                                    
                                    
                                    
                                    