Nabadhara
ঢাকাবৃহস্পতিবার , ২ ডিসেম্বর ২০২১
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

মোল্লাহাটে প্রতিবন্ধী শিশু ধর্ষণ মামলার আসামি ধর্ষক সামাদ শরীফ গ্রেপ্তার

Bayzid Saad
ডিসেম্বর ২, ২০২১ ৯:০৫ অপরাহ্ণ
Link Copied!

মোল্লাহাট (বাগেরহাট) প্রতিনিধিঃ

বাগেরহাটের মোল্লাহাটে প্রতিবন্ধী এক শিশুকে (১০) ধর্ষণের ঘটনায় অভিযুক্ত সামাদ শরীফকে (৩৫)  আটক করেছে পুলিশ। বুধবার (১ ডিসেম্বর) রাতে নড়াইল জেলার নড়াগাতী থানা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

বৃহস্পতিবার (২ ডিসেম্বর) তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো করা হয়েছে। সামাদ শরীফ উপজেলার চুনখোলা ইউনিয়নের শাসন গ্রামের রাঙ্গা মিয়া শরীফের ছেলে।

মামলার সুত্রে জানা যায়, গত ( ২৯ নভেম্বর) সকাল সাড়ে ১০ টার দিকে প্রতিবন্ধী শিশু (১০) তার বাড়ী থেকে কৃষানদের খাবার পানি নিয়ে  ধান ক্ষেতে যায়। শিশুটি কৃষানদের পানি খাওয়ায়ে  একই দিন সকাল সাড়ে  ১১ টার সময়   তার বাড়ীতে আসার পথে আসামী মোঃ সামাদ শরীফ এর করাত কলের  সামনে রাস্তার উপর পৌছালে প্রতিবন্ধী শিশুটির   হাত ধরে জোর পূর্বক তার করাত কলের  পাশে একটি টিনের ঘরে নিয়া যায়। শিশুটি  চিৎকার করার চেষ্টা করিলে আসামী শিশুটির মুখ চেপে ধরে তাঁর করাত কলের পাশে টিনের ঘরে মধ্যে থাকা একটি কাঠের টেবিলের উপর পূর্বক ধর্ষন করে। উক্ত বিষয়টি কাউকে কিছু না বলার জন্য শিশুটিকে হুমকি দেয়। এ ঘটনায় শিশুটি অসুস্থ্য হয়ে পড়লে শিশুটিকে হাসপাতালে ভর্তি করে তার পরিবার।  একই দিন (৩০ নভেম্বর) শিশুটির মা বাদী হয়ে মোল্লাহাট থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন।

মোল্লাহাট থানার অফিসার ইনচার্জ(ওসি) সোমেন দাশ  বলেন, বুধবার  সকালে এক প্রতিবন্ধী শিশুকে ধর্ষণের ঘটনায় থানায় মামলা হয়েছে।  রাতেই অভিযুক্ত করাত কল মালিক ধর্ষক সামাদ শরীফকে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার সকালে আসামী কে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।