মোঃ সাব্বির আহম্মেদ, জেলা প্রতিনিধি পিরোজপুরঃ
পিরোজপুর জেলার ভাণ্ডারিয়ায় নিখোঁজের একদিন পর শান্ত হাওলাদার (১৪) নামের এক স্কুলছাত্রের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার বিকেলে নদমূলা গ্রামের একটি খাল থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
সে একই গ্রামের মো. লোকমান হাওলাদারের ছেলে এবং নদমূলা মাধ্যমিক বিদ্যালয়ের ৭ম শ্রেণির ছাত্র।
শান্তর বাবা লোকমান হাওলাদার জানান, শান্ত বৃহস্পতিবার বিকেলে বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেনি। নিখোঁজের একদিন পরে শুক্রবার বিকেলে স্থানীয়রা নদমূলা গ্রামে জাকারিয়া হাওলাদারের বাড়ি সংলগ্ন একটি খালে ছেলেটির মরদেহ দেখতে পায়। খবর পেয়ে পুলিশ তার মরদেহ উদ্ধার করে।
ভাণ্ডারিয়া থানার অফিসার ওসি মো. মাসুমুর রহমান বিশ্বাস নবধারা কে বলেন, পুলিশ শুক্রবার শান্ত হাওলাদার নামের এক কিশোরের মরদেহ উদ্ধার করেছে। ময়নাতদন্তের জন্য মরদেহ পিরোজপুর মর্গে প্রেরণ করা হয়েছে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।