Nabadhara
ঢাকাশনিবার , ৪ ডিসেম্বর ২০২১
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

নড়াইল জেলা পুলিশের আয়োজনে ‘পুলিশ সুপার ক্রিকেট ক্রীড়া প্রতিযোগিতা’ অনুষ্ঠিত

Bayzid Saad
ডিসেম্বর ৪, ২০২১ ৭:২০ অপরাহ্ণ
Link Copied!

মোঃ জিহাদুল ইসলাম, নড়াইলঃ

নড়াইলে জেলা পুলিশ সুপার ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। ৩ডিসেম্বর (শুক্রবার) দুপুর ২ টায় নড়াইল জেলা পুলিশের আয়োজনে পুলিশ লাইন্স মাঠে এ ক্রিকেট প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় নড়াইল পুলিশ অফিস ক্রিকেট একাদশ ও পুলিশ লাইন্স ক্রিকেট একাদশের মধ্যে ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।

উক্ত খেলায় নড়াইল পুলিশ লাইন্স ক্রিকেট একাদশকে ০৫ (পাঁচ) উইকেটে হারিয়ে পুলিশ অফিস একাদশ চ্যাম্পিয়ন হয়। প্রধান অতিথি হিসাবে জেলা পুলিশ সুপার প্রবীর কুমার রায়, তার বক্তব্যে বলেন, ডিউটির পাশাপাশি খেলাধুলা মানুষের দেহ, মন ও আত্মার উন্নতি ঘটায়। তাই ফিটনেস ও কর্ম ক্ষমতা ধরে রাখতে খেলাধুলার কোন বিকল্প নাই।

এছাড়া নিজেকে সুস্থ ও সবল রাখতে খেলাধুলার প্রয়োজনীয়তা রয়েছে বলে তিনি বলেন। খেলা শেষে প্রধান অতিথি ও অন্যান্য কর্মকর্তাগণ বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।

এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) মোঃ রিয়াজুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) তানজিলা সিদ্দিকা, অতিরিক্ত পুলিশ সুপার (সদর দপ্তর) এস, এম, কামরুজ্জামানসহ জেলা পুলিশের অন্যান্য কর্মকর্তাগণ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।