মোঃ জিহাদুল ইসলাম, নড়াইলঃ
নড়াইলের নড়াগাতী থানা পুলিশের বিশেষ অভিযানে ডুমুরিয়া (পশ্চিম পাড়া) গ্রাম এলাকা থেকে বাপ্পি মোল্যা (২০) নামে এক মাদক কারবারীকে ১৮০ পিচ ইয়াবা, নগদ ৫৫০০ টাকা, মোটরসাইকেল, মোবাইল ও পিস্তল সদৃশ্য গ্যাসলাইটসহ আটক করেছে নড়াগাতী থানা পুলিশ।
৪ ডিসেম্বর (শনিবার) সকাল ৫ টায় তাকে আটক করা হয়। বাপ্পি মোল্যা ওই গ্রামের আলতাফ মোল্যার ছেলে। পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ওসি নড়াগাতীর নির্দেশনায় এস আই নাজমুল হাচানের নেতৃত্বে পুলিশের একটি চৌকষ দল ভোর রাতে অভিযান পরিচালনা করে উক্ত মালামালসহ বাপ্পি মোল্যাকে আটক করে নড়াগাতী থানায় হস্তান্তর করা হয়।
স্থানীয় সূত্রে জানা যায় মাদক সম্রাট বাপ্পি মোল্যা ওই পিস্তল সদৃশ্য গ্যাসলাইট দিয়ে জনমনে ভিতি সঞ্চার করতো।
এ বিষয়ে নড়াগাতী থানার ওসি মোসাঃ রোকসানা খাতুন নবধারা কে বলেন, আটককৃত আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু পূর্বক আদালতে প্রেরণ করা হয়েছে।