মোল্লাহাট (বাগেরহাট) প্রতিনিধিঃ
বাগেরহাটের মোল্লাহাটে থানা পুলিশের অভিযানে ১০০ গ্রাম গাঁজাসহ নান্নু মুন্সিকে (৪০) আটক করেছে পুলিশ। রোববার সকাল ১০ টার দিকে উপজেলার গাওলা এলাকা থেকে তাকে আটক করা হয়। আটককৃত আসামী নান্নু মুন্সি উপজেলার গাওলা গ্রামের মৃত শমসের মুন্সির ছেলে। আজ দুপুরে আসামীর বিরুদ্বে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা রুজু হয়েছে এবং আসামীকে আদালতের মাধ্যমে বাগেরহাট জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
মোল্লাহাট থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোমেন দাশ নবধারা কে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে নান্নু মুন্সিকে ১০০ গ্রাম গাঁজাসহ গাওলা এলাকা থেকে আটক করা হয়েছে। আসামী পেশাদার মাদক কারবারি, তাই নিয়মিত মামলা রুজুর পর আসামীকে আদালতের মাধ্যমে বাগেরহাট জেল হাজতে পাঠানো হয়েছে। তিনি আরো বলেন, যারা মাদক কারবারের সাথে জড়িত তারা মাদক ছাড়বে, না হয় তাদের মোল্লাহাট ছাড়তে হবে।