শফিকুল ইসলাস সাফা, চিতলমারীঃ
ঘুর্ণিঝড় জাওয়াদের প্রভাবে চিতলমারীতে গত দুইদিন ভারী বৃষ্টি ও বৈরি আবহাওয়ায় জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। ব্যাহত হচ্ছে স্বাভাবিক জীবন যাত্রা। এতে করে বিপাকে পড়েছে স্থানীয় দিনমজুর ও নিম্ন আয়ের মানুষেরা। ব্যাপক ক্ষতি হয়েছে সবজী, চলতি বোচ ধানের বীজ তলা,কলাইসহ সরিষা ক্ষেতের।
উপজেলার একাধিক নিম্ন আয়ের ভ্যান রিকসা চালক মানুষদের সাথে কথা বলে জানা গেছে, রবিবার সকাল খেকে শুরু হওয়া সোমবার পর্যন্ত অবিরাম গুড়ি গুড়ি ,মাঝারি ও কখনো কখনোও ভারী বৃষ্টিতে তাদের রোজগার একেবারেই কমে গেছে। চলমান বৃষ্টিতে সোমবার সারা দিন একটাকাও আয় করতে পারে নি বলে জানান তারা। এছড়াও ব্যাপক ক্ষতির সম্ভবনা রয়েছে শীতকালীন সবজি ক্ষেতে ও চলতি মৌসুমের বোরো ধানের বীজ তলা,কলাই, শরিষা এবং পাকা আমন ফসলের।