নবধারা প্রতিনিধিঃ
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন জাতীয় পরিবহন শ্রমিক লীগের নেতৃবৃন্দ।
আজ শনিবার বিকেলে সংগঠনটির সভাপতি মোঃ শহিদুল ইসলাম চৌধুরী ও সাধারণ সম্পাদক জাহিদ হাসানের নেতৃত্বে তারা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন এবং বঙ্গবন্ধু ও ৭৫ সালে ১৫ আগষ্ট তার পরিবারের শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া ও মোনাজাত করেন।
এ সময় সংগঠনের সিনিয়র সহ-সভাপতি মোহাম্মদ ইলমান খান, সাংগঠনিক সম্পাদক সোহেল রানা সুমন এবং দপ্তর সম্পাদক মোহাম্মদ আলী আশরাফ, গোপালগঞ্জ জেলা কমিটির সভাপতি মোস্তাফিজুর রহমান হাসান, সাধারণ সম্পাদক গাজী আবিদ হাসান প্রমূখ উপস্থিত ছিলেন।
নবধারা // এমএইচ০০৭
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।