
নিজস্ব সংবাদদাতা, কাটাখালি বাগেরহাটঃ
ফকিরহাটে লাখপুরে চতুর্থ ফরহাদ স্মৃতি ফুটবল টুর্নামেন্ট গতকাল বুধবার বিকালে লখপুর মাঠে অনুষ্ঠিত হয়েছে।উক্ত টুর্ণামেন্টে খাজুরা ইউনাইটেড সিক্সার্স চ্যাম্পিয়ন রানার্স আপ হয়েছে ফারাজী স্পোর্টিং ক্লাব।
গত ৬ ডিসেম্বর লকপুর ব্লাড ম্যানেজমেন্ট টিমের উদ্যোগে আয়োজিত এই টুর্নামেন্টর উদ্বোধন করেন এ সংগঠনের পরিচালক মোঃ শরিফুল ইসলাম। ৬ দলীয় টুর্ণামেন্টের সমাপনী গতকাল বুধবার খাজুরা ইউনাইটেড সিক্সার্স ফারাজি স্পোর্টিং ক্লাবকে ১-০ গোলে পরাজিত করে। খেলা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন সংগঠনের পরিচালক মোঃ শরিফুল ইসলাম।
এ সময়ে ম্যানেজমেন্ট ক্লাবের কর্মকর্তা শেখ শিমুল, মোঃ তারিকুল ইসলাম এবং খালিদ বীন নাসির,মোঃ সাকিব ইসলাম সহ উপস্থিত ছিলেন অন্যান্য ব্যক্তিবর্গ ও ক্রীড়ামোদী জনগণ।
নাসির