গোপালগঞ্জ প্রতিনিধি:
পঞ্চমধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনে আনন্দ মুখর পরিবেশের মধ্যে দিয়ে গোপালগঞ্জ সদর উপজেলার ১৫ ইউনিয়নের প্রার্থীরা মনোনয়নপত্র দাখিল করেছেন।
আজ বৃহস্পতিবার (০৯ ডিসেম্বর) সকালে মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে কর্মি-সমর্থকদের সাথে নিয়ে উপজেলা পরিষদে স্ব-স্ব রিটানিং অফিসারের কাছে মনোনয়নপত্র দাখিল করেন চেয়ারম্যান, সাধারন ও সংরক্ষিত নারী সদস্য প্রার্থীরা। আজ বিকাল ৫টা পযর্ন্ত প্রার্থীরা তাদের মনোনয়ন পত্র জমা দিবেন।
আগামী ৫ জানুয়ারী গোপালগঞ্জ সদর উপজেলায় ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে। তবে উপজেলার ২১ ইউনিয়নের মধ্যে সীমানা জটিলতার কারনে ৬ ইউনিয়নের নির্বাচন হচ্ছে না। বাকী ১৫ ইউনিয়নের নির্বাচন অনুষ্ঠিত হবে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।