টুঙ্গিপাড়া প্রতিনিধিঃ
বাংলাদেশ তৈল, গ্যাস ও খনিজ সম্পদ করপোরেশন (পেট্রোবাংলা) নবনিযুক্ত চেয়ারম্যান নাজমুল হাসান বলেছেন দক্ষিনাঞ্চলের গ্যাসের চাহিদা মেটাতে ভারত থেকে গ্যাস আনার পরিকল্পনা রয়েছে।এছাড়া ভোলায় গ্যাস পাওয়া গেলে তা দিয়ে দক্ষিন পশ্চিম অঞ্চলের মানুষের গ্যাসের চাহিদা মেটানো হবে।
তিনি আজ আজ শুক্রবার সকালে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করে স্থানীয় সাংবাদিকদেরে এক প্রশ্নের জবাবে এ কথা বলেন ।
তিনি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন এবং বঙ্গবন্ধু ও ৭৫ সালে ১৫ আগষ্ট তার পরিবারের শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাতে অংশ নেন।
তিনি আরো বলেন,পদ্মাসেতু দিয়ে ও এ অঞ্চলে গ্যাস সরবরাহ করা হবে।এ লাইনটি গোপালগঞ্জের উপর দিয়ে খুলনা পযন্ত নেওয়া হবে।
এ সময় পেট্রেবাংলার ব্যবস্থাপনা পরিচালক তোফায়েল আহমেদ, টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক মোঃ বাবুল শেখ, টুঙ্গিপাড়া পৌরসভার মেয়র শেখ তোজাম্মেল হক টুটুল, উপজেলা নির্বাহী অফিসার একেএম হেদায়েতুল ইসলাম উপস্থিত ছিলেন।