Nabadhara
ঢাকাশুক্রবার , ১০ ডিসেম্বর ২০২১
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

গোপালগঞ্জে স্বামীর সাথে ঘুরতে গিয়ে লাশ হয়ে ফিরলেন স্ত্রী,স্বামী পলাতক

Bayzid Saad
ডিসেম্বর ১০, ২০২১ ৮:৩৭ অপরাহ্ণ
Link Copied!

গোপালগঞ্জ প্রতিনিধি:

গোপালগঞ্জে গৃহবধূর রহস্য জনক মৃত্যু হয়েছে। স্বামীর সাথে ঘুরতে গিয়ে লাশ হয়ে ফিরলেন স্ত্রী রুপা বেগম (২৫)। গোপালগঞ্জ শহরের নবীনবাগ এলাকার লুৎফর (লুথু) মোল্লার মেয়ে  রুপা বেগমের সাথে গোপালগঞ্জ সদর উপজেলার ঘোষেরচর উত্তর পাড়া গ্রামের  রহিজ শেখের ছেলে আজিম (আজি) এর সাথে এক বছর আগে বিবাহ হয়।

দুজনে রেল স্টেশনে ঘুরতে যায়। সন্ধার পরে আজিম তার  স্ত্রী রুপা বেগমকে  অসুস্থ্য অবস্থায় গোপালগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের জরুরী বিভাগে  নিয়ে আসে। সেখানে তার স্ত্রী বিষ পান করেছে বলে ভর্তি করে সে পালিয়ে যায়। এ খবর পেয়ে  রুপার বাপের বাড়ির লোক জন  হাসপাতালে ছুটে আসে।সেখানে  রুপার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য খুলনা নেওয়া হলে সেখানে  তার মৃত্যু হয়।

এ ঘটনায় রুপার বড় ভাই হাসান মোল্লা জানান , আমার ছোট বোনের কাছ থেকে   টাকা পয়সা নিয়ে   পরিকল্পিত ভাবে হত্যা করেছে তার স্বামী  আজিম (আজি শেখ)। আমার বোনের প্রথম বিবাহ হয়েছিল। তার প্রথম স্বামী অসুস্থ্য হয়ে মৃত্যু বরন করে। সে ঘরে একটি পুস্ত্র সন্তান রয়েছে।প্রথম পক্ষের স্বামীর প্রায়  কয়েক লাখ টাকা ছিল রুপার কাছে। আমার বোনকে  এই  লম্পট আজিম  প্রতারণা করে বিবাহ করে  । আজিমের আগের পক্ষে তার স্ত্রী সন্তান রয়েছে। বিষয়টি গোপন রেখে বিবাহ করে। সে শহরে ফলের ব্যবসা করতেন।  পরিকল্পিত ভাবে  টাকা পয়সা নিয়ে ঘুরার কথা বলে রুপাকে  বিষ পান করিয়ে  হত্যা করেছে আজিম।

এ বিষয় গোপালগঞ্জ সদর থানায় একটি অভিযোগ দেওয়া  হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।