Nabadhara
ঢাকাশনিবার , ১১ ডিসেম্বর ২০২১
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

গোপালগঞ্জ জেলা ছাত্র অধিকার পরিষদের নতুন কমিটি; সভাপতি রিমন, সম্পাদক রাকিবুল

Bayzid Saad
ডিসেম্বর ১১, ২০২১ ৯:৪০ অপরাহ্ণ
Link Copied!

গোপালগঞ্জ প্রতিনিধিঃ

বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ, গোপালগঞ্জ জেলা শাখার নতুন কমিটি ঘোষণা করা হয়েছে৷ এ কমিটিতে রুম্মান হোসেন রিমনকে সভাপতি ও রাকিবুল শিকদারকে সাধারণ সম্পাদক করা হয়েছে।

শুক্রবার (১০ ডিসেম্বর) কেন্দ্রীয় ছাত্র অধিকার পরিষদের সভাপতি বিন ইয়ামিন মোল্লা ও সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম আদীব গোপালগঞ্জ জেলা ছাত্র অধিকার পরিষদের ২১ সদস্যবিশিষ্ট নতুন এ কমিটি অনুমোদন দেন৷ মেয়াদোত্তীর্ণ হওয়ায় গোপালগঞ্জ জেলা ছাত্র অধিকার পরিষদের পুরাতন কমিটি বিলুপ্ত করে আগামী ১ বছরের জন্য নতুন এ কমিটির অনুমোদন দেওয়া হয়।

নতুন এ কমিটিতে সাংগঠনিক সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন রোমান মুন্সী। এছাড়া আফজাল হোসেন, মহিব্বুল্লাহ দাড়িয়া তুহিন, ইয়াকুব মিনা ও তারু শেখকে সহ-সভাপতি করা হয়েছে৷ যুগ্ন-সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছে রাফান ইবনে সোহাগ, রেয়াজুল হক, অপু মুন্সী ও গাজী লাবু। সহ-সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছে তরিকুল ইসলাম, জোবায়ের আহমেদ রিফাত, লিমন ইসলাম ও ওবায়দুল্লাহ।

দপ্তর সম্পাদক, অর্থ সম্পাদক, প্রচার ও প্রকাশনা সম্পাদক, আইন সম্পাদক, তথ্য ও গবেষণা সম্পাদক এবং ক্রীড়া সম্পাদক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে যথাক্রমে জোবায়ের রহমান, রিফাত মুন্সী, নাঈমুল কবির, তিয়াস আহমেদ সুজন, মাসুদ শেখ ও আকাশ হাওলাদারকে।

নবগঠিত কমিটির সভাপতি রুম্মান হোসেন রিমন বলেন, “প্রতিযোগিতা বা প্রতিহিংসা নয় বরং সহযোগিতা ও পারস্পরিক সম্প্রীতি হবে আমাদের ছাত্র রাজনীতির মূখ্যনীতি। গোপালগঞ্জ জেলার শিক্ষার্থীদের সর্বপ্রকার সহযোগিতা ও যেকোনো ন্যায্য দাবী আদায়ে কাজ করবে আমাদের সংগঠন।”

উল্লেখ্য ২০২০ সালের ১৩ সেপ্টেম্বর ঘোষিত গোপালগঞ্জ জেলা ছাত্র অধিকার পরিষদের সর্বশেষ কমিটিতে সভাপতির দায়িত্বে ছিলেন জোবায়ের হোসেন ও সাধারণ সম্পাদকের দায়িত্বে ছিলেন আরিফ বিল্লাহ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।