মোঃ আসাদুজ্জামান,স্বরূপকাঠি প্রতিনিধিঃ
স্বরূপকাঠিতে আরো একটি প্রান ঝরে পড়লো বেপরোয়া অটোর ধাক্কায়।আকলম গ্রামের আটঘর কুড়িয়ানা সড়কে আজ শনিবার সকাল ৮ টা ৩০ মিনিটে এ দূর্ঘটনা ঘটে।
গত কয়েক বছরে একের পর এক ভাড়ায় চালিত মটর সাইকেল ও স্থানীয়ভাবে বানানো অটোর ধাক্কায় একাধিকজন প্রান হারান স্বরূপকাঠিতে। মাইশা (১২) আকলম গ্রামের বাসিন্দা মোঃ মিজানুর রহমানের মেয়ে।আকলম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৪র্থ শ্রেণির শিক্ষার্থী মাইশাকে তাৎক্ষনিক স্বরূপকাঠি স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষনা করেন।
শিশু মাইশার অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছোয়া বইছে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

