মোঃ সাব্বির আহম্মেদ, পিরোজপুর জেলা প্রতিনিধিঃ
বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্য দেয়ায় বিএনপি নেতা মোয়াজ্জেম হোসেন আলালের শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে পিরোজপুর জেলা স্বেচ্ছাসেবক লীগ।
আজ শনিবার বিকেলে শহরের স্বাধীনতা মঞ্চ থেকে জেলা স্বেচ্ছাসেবক লীগের আয়োজনে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে টাউনক্লাব সড়কে সমাবেশে মিলিত হয়।
প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি রাসেল পারভেজ রাজা, সাধারণ সম্পাদক সুমন সিকদার, সহ-সভাপতি রফিকুল ইসলাম মাসুদ, সাংগঠনিক সম্পাদক আজমল হুদা নিঝুম, শুভদ্বীপ সিকদার শুভ, দপ্তর সম্পাদক শাকিল সিকদা অপু, প্রচার সম্পাদক শওকত হোসেন, সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক অপমিত বিশ্বাস প্রমুখ।
বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ শেষে শহরের টাউনক্লাব সড়কে বিএনপি নেতা মোয়াজ্জেম হোসেন আলালের কুশপুত্তলিকা দাহ করা হয়।