শরিফুল ইসলাম নড়াইলঃ
নড়াইলের লোহাগড়া উপজেলা কৃষকলীগের সভাপতি শেখ সাহিদুর রহমানের নামে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে মিথ্যা মামলা ও হয়রানির অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ওই নেতা আজ বৃহস্পতিবার নিজ বাড়িতে এক সংবাদ সম্মেলনে করেন।
সংবাদ সম্মেলনে তিনি বলেন, সরদার পাড়ার কমলা বালা, অনিল কুমার কর্মকার ও সুশীল কুমার কর্মকারসহ বিভিন্ন জনের কাছ থেকে ৫ টি রেজিঃ কবলা দলিল মূলে ২৬ শতক জমি ক্রয় করে দীর্ঘ ৪২ বছর ভোগ দখল করে বসবাস করে আসছেন। সম্প্রতি প্রতিবেশী সুশীল কুমার কর্মকার বাদী হয়ে তাকে সহ অপর ৪ জনকে প্রতিপক্ষ করে নড়াইলের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতে উক্ত জমিতে ১৪৪ ধারা সম্বলিত একটি মামলা দায়ের করেন । কিন্তু মামলায় উল্লেখিত তপশিল বর্ণিত দাগ ও খতিয়ান নম্বর সাহিদুর রহমানের স্বত্ব দখলীয় দাগ ও খতিয়ান হতে সম্পূর্ণ আলাদা।
অথচ সুশীল কুমার সাহিদুর রহমানের নামে বিভিন্ন সময় মিথ্যা মামলা ও মানববন্ধন করে ভূমিদস্যু- জালিয়াত হিসেবে আখ্যায়িত করে তার সামাজিক ও রাজনৈতিক সুনাম নষ্ট করছে । তার বিরুদ্ধে আনিত অভিযোগ প্রত্যাহার ও ন্যায় বিচার দাবী করেন।
এ সময় জেলা কৃষকলীগের সহ সভাপতি গোলাম মোর্শেদ,সাবেক কাউন্সিলর আলিমুজ্জামান, মল্লিকপুর মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি সাইফুর রহমান, যুবলীগ নেতা দিপুল হোসেন, ব্যবসায়ি স্বপন মোল্যা, কৌশিক আহম্মেদ প্রমুখ উপস্থিত ছিলেন।