Nabadhara
ঢাকাবৃহস্পতিবার , ১৭ ডিসেম্বর ২০২০
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

লোহাগড়ায় কৃষকলীগ নেতার নামে মিথ্যা মামলা দিয়ে হয়রানীর অভিযোগ

MEHADI HASAN
ডিসেম্বর ১৭, ২০২০ ৭:২২ অপরাহ্ণ
Link Copied!

শরিফুল ইসলাম নড়াইলঃ

নড়াইলের লোহাগড়া উপজেলা কৃষকলীগের সভাপতি শেখ সাহিদুর রহমানের নামে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে মিথ্যা মামলা ও হয়রানির অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ওই নেতা আজ বৃহস্পতিবার নিজ বাড়িতে এক সংবাদ সম্মেলনে করেন।

সংবাদ সম্মেলনে তিনি বলেন, সরদার পাড়ার কমলা বালা, অনিল কুমার কর্মকার ও সুশীল কুমার কর্মকারসহ বিভিন্ন জনের কাছ থেকে ৫ টি রেজিঃ কবলা দলিল মূলে ২৬ শতক জমি ক্রয় করে দীর্ঘ ৪২ বছর ভোগ দখল করে বসবাস করে আসছেন। সম্প্রতি প্রতিবেশী সুশীল কুমার কর্মকার বাদী হয়ে তাকে সহ অপর ৪ জনকে প্রতিপক্ষ করে নড়াইলের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতে উক্ত জমিতে ১৪৪ ধারা সম্বলিত একটি মামলা দায়ের করেন । কিন্তু মামলায় উল্লেখিত তপশিল বর্ণিত দাগ ও খতিয়ান নম্বর সাহিদুর রহমানের স্বত্ব দখলীয় দাগ ও খতিয়ান হতে সম্পূর্ণ আলাদা।

অথচ সুশীল কুমার সাহিদুর রহমানের নামে বিভিন্ন সময় মিথ্যা মামলা ও মানববন্ধন করে ভূমিদস্যু- জালিয়াত হিসেবে আখ্যায়িত করে তার সামাজিক ও রাজনৈতিক সুনাম নষ্ট করছে । তার বিরুদ্ধে আনিত অভিযোগ প্রত্যাহার ও ন্যায় বিচার দাবী করেন।

এ সময়  জেলা কৃষকলীগের সহ সভাপতি গোলাম মোর্শেদ,সাবেক কাউন্সিলর আলিমুজ্জামান, মল্লিকপুর মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি সাইফুর রহমান, যুবলীগ নেতা দিপুল হোসেন, ব্যবসায়ি স্বপন মোল্যা, কৌশিক আহম্মেদ প্রমুখ উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।