কচুয়া(বাগেরহাট) প্রতিনিধিঃ
কচুয়ায় আন্তর্জাতিক ন্ারী নির্যাতন পক্ষ ও বেগম রোকেয়া দিবস-২০২১ উদযাপন উপলক্ষ্যে কচুয়া উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তর এর উদ্যোগে ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন ও আইন সুরক্ষা কর্মসূচি, ওয়ার্ল্ড ভিশন কচুয়া এপি ও জেজেএস এর ক্রেইন প্রকল্পের সহযোগিতায় কচুয়া উপজেলার শ্রেষ্ঠ জয়িতাদের সম্মাননা প্রদান ও আলোচনা অনুষ্ঠান গতকাল বিকাল ৩টায় উপজেলা শেখ তন্ময় মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
কচুয়া মহিলা বিষয়ক কর্মকর্তা মোসা; নাজমুন নাহার এর সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মাননা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জীনাত মহল ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান মো: ফিরোজ আহম্মেদ, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান তাসলিমা বেগম, অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা তথ্য অফিসার বিজয়া লোপা, উপজেলা কো-অডিনেটর জেজেএস ক্রেইন প্রকল্প মোসা; মাহফুজা আক্তার, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরম কচুয়া যুগ্ম আহবায়ক জাহিদুল ইসলাম বুলু,ফ্যাসিলেটেটর জেজেএস ক্রেইন প্রকল্প মো: শরিফুর রহমান, এসএলইপি রেখা বিশ্বাস সহ জয়িতা বিজয়ী শান্তী রানী বায়তী, জয়িতা বিজয়ী আমেনা আক্তার, জয়িতা বিজয়ী সবিতা রানী হালদার, জয়িতা বিজয়ী মোসা; বিরকিস বেগম, জয়িতা বিজয়ী রত্না বেগম। আলোচনা শেষে শ্রেষ্ঠ জয়িতাদের প্রধান অতিথি সম্মাননা প্রদান ও পুরস্কার প্রদান করেন।