টুঙ্গিপাড়া প্রতিনিধিঃ
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় আসন নং ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষে কুশলী ইউনিয়নে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী কুশলী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বেলায়েত হোসেন সরদার জনসমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
আজ রবিবার বিকেলে নিলফা বাজারের মর্ডান কিন্ডার গার্ডেন স্কুল প্রাঙ্গনে কুশলী ইউনিয়ন আওয়ামীলীগের আয়োজনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
কুশলী ইউনিয়ন আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি গাউচ শিকদারের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামীলীগের সভাপতি শেখ আবুল বাশার খায়ের।
এ সময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন টুঙ্গিপাড়া উপজেলা চেয়ারম্যান মোঃ সোলায়মান বিশ্বাস, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান এমদাদুল হক বিশ্বাস, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ বাবুল শেখ, পৌর মেয়র শেখ তোজাম্মেল হক টুটুল, পৌর আওয়ামীলীগের সভাপতি শেখ সাইফুল ইসলাম প্রমূখ বক্তব্য রাখেন।
এ সময় উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মাসুদ গাজী, সামাদ বিশ্বাস, সাবেক সহ প্রচার সম্পাদক গাজী, উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি মোঃ পারভেজ রুমি সহ আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।