জেলা প্রতিনিধি ,গোপালগঞ্জঃ
“চলো এবার একসাথে, দাঁড়াই এবার শীতার্তদের পাশে” এ শ্লোগানে গোপালগঞ্জে ৫০জন অসহায় ও দুঃস্থ শিশুদের নতুন জামা, পটেটো চিপস, মাস্ক দিয়ে “উষ্ণ ভালবাসা বিতরণ” করেছে পথ শিশু সেবা সংগঠন।
আজ মঙ্গলবার (১৪ ডিসেম্বর) দুপুরে সদর উপজেলার বৌলতলী আশ্রয়ণ প্রকল্পের দরিদ্র পরিবারের ৫০জন অসহায় ও দুঃস্থ শিশুদের হাতে এসব জামা, পটেটো চিপস ও মাস্ক তুলে দেয়া হয়। এসময় সংগঠনের সভাপতি ফারজানা আক্তার খুশি, সাধারণ সম্পাদক রিয়াজুল ইসলামসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
সংগঠনটির সভাপতি ফারজানা আক্তার খুশি বলেন, মানবিক কারণেই প্রতিবছর বিভিন্ন সময় এ অসহায় দরিদ্র ও খেটে খাওয়া মানুষ এবং শিশুদের মাঝে নানা ধরনের উপহার বিতরণ করে থাকে পথশিশু সেবা সংগঠন। আগামীতেও এই ধারা অব্যাহত রাখা হবে বলে তিনি জানান। #
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।