মোল্লাহাট (বাগেরহাট) প্রতিনিধিঃ
বাগেরহাটের মোল্লাহাটে উপজেলা প্রশাসনের আয়োজনে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে। দিবসটি পালনে ১৪ ডিসেম্বর সকাল ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা ও এক মিনিট নিরবতা পালন করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার মোঃ ওয়াহিদ হোসেনের সভাপতিত্বে এ অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান শাহিনুল আলম ছানা। বিশেষ অতিথি হিসেবে উপস্থি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ সেলিম রেজা, মহিলা ভাইস চেয়ারম্যান রুবিয়া বেগম, উপজেলা আওয়ামীলীগ সভাপতি কালিপদ বিশ্বাস ও থানা অফিসার ইনচার্জ সোমেন দাশ।
এছাড়া উপস্থিত ছিলেন ও বক্তব্য দেন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা এস,এম, মিজানুর রহমান, প্রেসক্লাব মোল্লাহাটের সাধারণ সম্পাদক এম এম মফিজুর রহমান, ইউপি চেয়ারম্যান সিকদার উজির আলী, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মোস্তাফিজুর রহমান বিশ্বাস, উপজেলা কৃষি কর্মকর্তা অনিমেষ বালা, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ আব্দুস সালাম, ইউপি চেয়ারম্যান এস,কে, হায়দার মামুন, শেখ রফিকুল ইসলাম ও মোঃ মিজানুর রহমান শেখ, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোছাঃ কামরুন্নেছা, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ কামাল হোসেন, সাবেক ইউপি চেয়ারম্যান উপজেলা যুবলীগ সাধারণ সম্পাদক মুন্সি তানজিল হোসেন, উপজেলা মহিলা আওয়ামীলীগ সভাপতি অবঃ প্রধান শিক্ষক আম্বিয়া জামান ও প্রেসক্লাব মোল্লাহাটের যুগ্ম-সাধারণ সম্পাদক শেখ শাহিনুর ইসলাম শাহিনসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা প্রমূখ।