প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ১৯, ২০২৫, ৪:০৮ এ.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ১৬, ২০২১, ৮:৩২ অপরাহ্ণ
বশেমুরবিপ্রবির স্নাতক ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ

মেজবা রহমান; স্টাফ রিপোর্টারঃ
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) ২০২০-২১ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) শ্রেণির ভর্তির চূড়ান্ত আবেদনের বিজ্ঞপ্তি বুধবার (১৫ ডিসেম্বর) প্রকাশ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
বিজ্ঞপ্তি অনুযায়ী ভর্তি আবেদন শুরু হবে আগামী ২২ ডিসেম্বর থেকে। যা চলবে ৫ জানুয়ারি পর্যন্ত। এরপর আগামী ১৩ জানুয়ারি আবেদনকারীদের চূড়ান্ত ফলাফল প্রকাশিত হবে।
বুধবার বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) মো. মোরাদ হোসেন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (বশেমুরবিপ্রবি) ২০২০-২০২১ শিক্ষাবর্ষে গুচ্ছভুক্ত ২০টি বিশ্ববিদ্যালয়ের সমন্বিত ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা এতে আবেদন করতে পারবেন। প্রতি ইউনিটে আবেদন ফি ৫০০ টাকা করে ধার্য করা হয়েছে।
ভর্তি কার্যক্রম শেষ হওয়ার পর প্রকাশিত মেধা তালিকায় স্থান প্রাপ্ত প্রার্থীদের সাক্ষাৎকার গ্রহণের পর চূড়ান্ত মেধা তালিকা প্রকাশ করা হবে। আবেদনের সময় মোবাইল ফোন নম্বর ও ই-মেইল দিয়ে শিক্ষার্থীকে আবেদন করতে হবে। প্রদত্ত মোবাইল ফোন নম্বরে পরবর্তীতে শিক্ষার্থীদের ভর্তি সংক্রান্ত পরবর্তী নির্দেশনা দেওয়া হবে।
এছাড়াও ভর্তির আবেদন সংক্রান্ত যে কোনো তথ্য বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ওয়েবসাইটে জানিয়ে দেওয়া হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয় ৷
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2025 Nabadhara. All rights reserved.