মোল্লাহাট (বাগেরহাট) প্রতিনিধিঃ
প্রেসক্লাব মোল্লাহাটের আয়োজনে মহান বিজয়ের সুবর্ণ জয়ন্তী ও স্বাধীনতার মহা-নায়ক জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবর্ষ উদযাপন করা হয়েছে। দিবসটি উদযাপনে ১৬ ডিসেম্বর সকাল সাড়ে ৭টায় মোল্লাহাট পাবলিক লাইব্রেরী চত্বরের শহীদ মিনারে প্রশাসনের সাথে ও পৃথকভাবে শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি অর্পন করা হয়। এরপর সকাল সাড়ে ৮টায় বর্ণাঢ্য এক র্যালি প্রেসক্লাব মোল্লাহাট কার্যালয় হতে শুরু করে কে,আর কলেজ মাঠে উপজেলা প্রশাসন আয়োজিত অনুষ্ঠান স্থলে গিয়ে শেষ হয়।
উক্ত র্যালিতে অংশ গ্রহণ করেন উপজেলা চেয়ারম্যান ও বাগেরহাট জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার শাহীনুল আলম ছানা, সহকারী কমিশনার (ভূমি) অনিন্দ্য মন্ডল, উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা ডাঃ বিপ্লব কান্তি বিশ্বাস, যুবলীগ নেতা মোঃ ফারুক শেখ ও জনপ্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণি-পেশার ব্যক্তিবর্গ। পরে দুপুর ১২টায় প্রেসক্লাব মোল্লাহাটের কার্যালয়ে সুবর্ণ জয়ন্তী ও মুজিব বর্ষের তাৎপর্য বিষয়ক এক আলোচনা সভা হয়।
প্রেসক্লাব মোল্লাহাটের জৈষ্ঠ সহ-সভাপতি শরীফ মাসুদুল করিমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এম এম মফিজুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠিত এ সভায় বক্তব্য দেন সহ-সভাপতি শেখ সোহেল রানা ও এস,এম, রাজিব সিদ্দিকী, যুগ্ন-সাধারণ সম্পাদক শেখ শাহিনুর ইসলাম শাহিন, সাংগঠনিক সম্পাদক মোঃ গোলাম রসুল, কোষাধ্যক্ষ অধ্যাপক অরুন কুমার দাশ, প্রচার সম্পাদক মোঃ মনিরুজ্জামান মোল্লা, নির্বাহী সদস্য বীর মুক্তিযোদ্ধা মোঃ জিন্নাত আলী শিকদার, এস,এম, মিজানুর রহমান ও ইমলাক শেখ, সদস্য মোঃ আবুল বাশার, মোঃ মোস্তফা মির, মোঃ মনিরুজ্জামান শিকদার ও মোঃ আরিফুল ইসলাম প্রমূখ।