টুঙ্গিপাড়া প্রতিনিধিঃ
গোপালগঞ্জে শশুর বাড়িতে গিয়ে স্ত্রীকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা চেষ্টা করেছে মাদকাশক্ত স্বামী।
আজ শনিবার সকালে টুঙ্গিপাড়া উপজেলার বর্নি গ্রামে এ ঘটনা ঘটেছে। ভিকটিম কেয়া মনি’র (২০) মা জেসমিন বেগম জানান, ২০১৭ সালে টুঙ্গিপাড়া উপজেলার বর্নি ইউনিয়নের মোঃ শওকাত মোল্লার মেয়ে কেয়া মনি’র সাথে বিয়ে হয় সদর উপজেলার পুরাতন মানিকদাহ্ গ্রামের রফিক মুন্সির ছেলে ঈসমাইল মুন্সি। বিয়ের পর থেকেই বিভিন্ন সময়ে কেয়া মনিকে যৌতুকের টাকার জন্য শারিরিক নির্যাতন করতেন ঈসমাইল মুন্সি। এছাড়াও ঈসমাইল মাদক সেবী হওয়ায় বিভিন্ন সময় মাদকের টাকা জোগাড়ের জন্য স্ত্রীকে বাবার বাড়ি থেকে টাকা আনতে বলতো। টাকা না পেলেই শুরু হতো স্ত্রীর উপর অমানবিক নির্যাতন। নির্যাতন সহ্য করতে না পেরে, বাবার বাড়িতে চলে যায় কেয়া মনি।
এরই জেরে কয়েকজন লোক নিয়ে শশুর বাড়িতে গিয়ে স্ত্রী কেয়া মনিকে এলোপাতাড়ি ভাবে কুপিয়ে মারাত্মক ভাবে আহত করে পালিয়ে যায়। পরে তাকে স্থানীয় লোকজন উদ্ধার করে গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করে। এ ঘটনায় মামলার প্রস্ততি চলছে ।
টুঙ্গিপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি)এ কে এম সুলতান মাহমুদ ঘটনার সত্যতা নিশ্চিত করে নবধারা কে বলেন, অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।