শরিফুল ইসলাম, স্টাফ রিপোটার নড়াইলঃ
বিশিষ্ট শিক্ষা অনুরাগী ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রয়াত অধ্যাপক নূর মোহাম্মদ মিয়ার নামে প্রতিষ্ঠিত ট্রাষ্টের উদ্যোগে গরীব মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা বৃত্তি প্রদান করা হয়েছে।
আজ শনিবার লোহাগড়া সরকারী পাইলট উচ্চ বিদ্যালয় চত্বরে বিভিন্ন ক্যাটাগরিতে -৩১২জন শিক্ষার্থীকে এ বৃত্তি দেওয়া হয়। নূর মোহাম্মদ শিক্ষা ট্রাষ্টের সভাপতি লোহাগড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা রোসলিনা পারভীনের সভাপতিত্বে অনুষ্ঠানের শুরুতে ট্রাষ্টের লক্ষ্য ও উদ্দেশ্য তুলে ধরেন সদস্য সচিব লোহাগড়া পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এসএম হায়াতুজ্জামান। প্রধান অতিথি হিসেবে বৃত্তি প্রদান করেন নড়াইলের অতিরিক্ত জেলা প্রশাসক ডাক্তার ফকরুল হাসান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লোহাগড়া সরকারী কলেজের অধ্যক্ষ মোঃ আব্দুর রহিম, সাবেক অধ্যক্ষ শা. ম. আনয়ারুজ্জামান, পৌর মেয়র সৈয়দ মুসয়ূর রহমান, মধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল হামিদ ভ‚ইয়া প্রমুখ ।