মোঃ সেলিম রেজা, বিশেষ প্রতিনিধিঃ
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন ঘিরে টুঙ্গিপাড়া ডুমুরিয়া ইউনিয়নে তৈরি হয়েছে উৎসবের আমেজ।
টুঙ্গিপাড়া উপজেলায় রয়েছে পাঁচটি ইউনিয়ন। গোপালগঞ্জ ,পিরোজপুর ও বাগেরহাট জেলার সিমান্ত এলাকায় এই ইউনিয়নটি।
এখন ও ইউনিয়ন পরিষদ নির্বাচনের তফসিল ঘোষনা করা হয় নি। ইতিমধ্যে সম্ভাব্য প্রার্থীদের অনেকে ৯ টি ওয়ার্ডের ভোটারদের সঙ্গে কুশল বিনিময়, উঠান বৈঠক ও সভা-সমাবেশে অংশ নিচ্ছেন। বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে যোগ দিয়ে প্রার্থীতার জানান দিচ্ছেন তারা। সামাজিক যোগাযোগ মাধ্যমেও ভোটারদের কাছে নিজেদের তুলে ধরার চেষ্টা করছেন সম্ভাব্য প্রার্থীরা। দলীয় মনোনয়ন পেতে জেলা উপজেলার শীর্ষনেতা সহ কেন্দ্রে ও লবিং শুরু করেছেন তারা। তৃনমূলেও চলছে বিভিন্ন বিশ্লেষণ।
দেশের অন্য ইউনিয়ন গুলির তুলনায় কিছুটা ব্যতিক্রম। কারন এ টুঙ্গিপাড়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মস্থান ও এখানেই রয়েছে তাঁর সমাধি সৌধ। এ ছাড়া প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্বাচনী এলাকা হওয়ায়, এই পাঁচটি ইউনিয়নের আলাদা গুরুত্ব বহন করে। এখানকার মানুষ মনে প্রানে বঙ্গবন্ধুকে ভালোবাসে।
ডুমুরিয়া ইউনিয়নে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীরা হলেন বর্তমান ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সভাপতি কবির আলম তালুকদার, টুঙ্গিপাড়া উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান শেখ কামাল হোসেন বুলেট, সাবেক ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সহ সভাপতি সুখময় বাইন (চন্টিয়া), উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি ও ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি মুক্তিযোদ্ধা আলহাজ্ব শেখ আলী আহম্মেদ, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি এনামুল হক তালুকদার. ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক ও সাবেক ইউপি সদস্য মৃনালকান্তি বিশ্বাস, ইউনিয়ন আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি আলহাজ্ব মোঃ আসলাম শেখ, ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারন সম্পাদক বন্দে আলী শেখ, ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারন সম্পাদক গাউছুল আজম সিকদার, ইউনিয়ন আওয়ামী লীগের সহ সভাপতি মোঃ বোরহান আলী বিশ্বাস, ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারন সম্পাদক সজল কুমার পান্ডে, ইউনিয়ন যুবলীগের সহ সভাপতি মোঃ হুসাইন শেখ।
বর্তমান ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সভাপতি কবির আলম তালুকদার জানান, আমি পাঁচটি বছর ইউনিয়নের জনগনের পাশে থেকে তাদের সেবা দিয়েছি । সে হিসাবে দলীয় মনোনয়ন পাবো বলে আশা করি।
টুঙ্গিপাড়া উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান শেখ কামাল হোসেন বুলেট নবধারাকে বলেন, আমি একসময় টুঙ্গিপাড়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হিসেবে নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করেছি। এবার উপজেলার ডুমুরিয়া ইউনিয়নের চেয়ারম্যান হিসেবে মনোনয়ন পাবো বলে আশা করছি।
উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি ও ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সভাপতি মুক্তিযোদ্ধা আলহাজ¦ শেখ আলী আহম্মেদ জানান, গত নির্বাচনে মনোনয়ন না পেলেও আশাকরি এবার দলীয় মনোনয়ন পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়ে জনগনের সেবা করতে পারবো।
ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও সাবেক ইউপি সদস্য মৃনালকান্তি বিশ্বাস নবধারাকে বলেন, আমি স্কুল জীবন থেকেই রাজনীতির সাথে জড়িত। ইউনিয়ন ছাত্রলীগ ও আওয়ামীলীগের বিভিন্ন পদে দায়িত্ব পালন করেই বর্তমানে সাধারন সম্পাদকের দায়িত্ব পালন করছি। দির্ঘদিন ইউনিয়ন পরিষদের মেম্বারের দায়িত্ব পালন করেছি। ইউনিয়নের জনগনের সাথে আমার নিবিড় সম্পর্ক। সার্বিক বিবেচনায় দলীয় নেতৃবৃন্দ আমাকেই মনোনয়ন দিবে বলে আশা করি।
ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ম সাধারন সম্পাদক বন্দে আলী শেখ নবধারাকে বলেন, আমি দলীয় মনোনয়ন পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হতে পারলে প্রধানমন্ত্রীর স্বপ্নের ডিজিটাল ইউনিয়ন গড়ার লক্ষে কাজ করে যাবো। এ ছাড়া আমি শিক্ষানুরাগী, ইউনিয়নের সকল স্কুল কলেজে শিক্ষার মানউন্নয়নে কাজ করে যাবো।
ইউনিয়ন আওয়ামীলীগের সহ সভাপতি মোঃ বোরহান আলী বিশ্বাস নবধারাকে বলেন, আশা করি দলীয় মনোনয়ন পাবো। আমাকে ছাড়া অন্য কাউকে মনোনয়ন দিলে দলের সিদ্ধান্ত মেনে নিবো।
তবে বর্তমান চেয়ারম্যান কবির আলম তালুকদার তার ০৫ বছরে বিভিন্ন অনিয়মের অভিযোগ বেশ জোরেশোরে শোনা গেছে মানুষের মুখে মুখে। তিনি দুর্ণিতির দায়ে সাময়িক বরখাস্ত হয়েছিলেন। পরে উচ্চ আদালতের রায়ে চেয়ারম্যানের দায়িত্ব ফিরে পেয়েছেন।
দলের ইমেজ ফেরাতে পরিছন্ন ভাবমূর্তির কাউকে এ ইউনিয়নে নতুন কাউকে চেয়ারম্যান হিসেবে দেখা যাবে এমনটি ধারনা করছেন সাধারণ ভোটারেরা।