Nabadhara
ঢাকারবিবার , ১৯ ডিসেম্বর ২০২১
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে নড়াইলের চরসুচাইলে দু’দিনব্যাপী অনুষ্ঠান সম্পন্ন

Bayzid Saad
ডিসেম্বর ১৯, ২০২১ ৩:৩০ অপরাহ্ণ
Link Copied!

মোঃ জিাহদুল ইসলাম, নড়াইলঃ

স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে নড়াইলের লোহাগড়া উপজেলার ইতনা ইউনিয়নের চরসুচাইল খেলার মাঠে দু’দিনব্যাপী অনুষ্ঠান শেষ হয়েছে। শুক্রবার (১৭ ডিসেম্বর) রাতে সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে দু’দিনব্যাপী অনুষ্ঠান সম্পন্ন করা হয়।

মধুমতি জনকল্যাণ সংগঠনের আয়োজনে এবং উদ্যোগ ফাউন্ডেশনের সহযোগিতায় স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে আলোচনা সভা, ক্রীড়া প্রতিযোগিতা, পুরষ্কার বিতরণ, সম্মাননা ক্রেস্ট প্রদান, সাংস্কৃতিক অনুষ্ঠানসহ আকাশে দৃষ্টিনন্দন আতশবাজি ফোঁটানো করা হয়। । অনুষ্ঠানে গান পরিবেশন করে দর্শকশ্রোতাদের ভালোবাসায় সিক্ত হন কণ্ঠশিল্পী পথিক নবী, সোহাগ ও পিংকিসহ স্থানীয় শিল্পীরা। এছাড়া জারিগানে অংশগ্রহণ করেন কামরুল ইসলাম বয়াতী ও রিনা পারভীন।

মধুমতি জনকল্যাণ সংগঠনের সভাপতি শরিফুল ইসলাম শাওনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সমাজসেবক কাজী ইমরান আহমেদ। বিশেষ অতিথি ছিলেন গোপালগঞ্জের ফুকরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইশতিয়াক আহম্মেদ পটু, উদ্যোগ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সাংবাদিক তানভীর আহমেদ রুবেলসহ অনেকে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।