Nabadhara
ঢাকামঙ্গলবার , ৯ ফেব্রুয়ারি ২০২১
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

আল-জাজিরার প্রতিবেদনের নিন্দা জানিয়ে বশেমুরবিপ্রবি শিক্ষক সমিতির বিবৃতি

MEHADI HASAN
ফেব্রুয়ারি ৯, ২০২১ ১০:০২ অপরাহ্ণ
Link Copied!

নাইমুল ইসলাম কল্লোল, বশেমুরবিপ্রবিঃ

কাতারভিত্তিক গণমাধ্যম আল জাজিরার বাংলাদেশ সম্পর্কিত সাম্প্রতিক প্রতিবেদনটি মিথ্যা, মানহানিকর, রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত এবং দূরভিসন্ধিমূলক বাংলাদেশ বিরোধী আখ্যা দিয়ে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি।

আজ মঙ্গলবার (৯ ফেব্রুয়ারি) শিক্ষক সমিতির সভাপতি ড. মোঃ কামরুজ্জামান এবং সাধারণ সম্পাদক ড. মোঃ আবু সালেহ স্বাক্ষরিত এক বিবৃতিতে এ প্রতিবাদ জানানো হয়।

বিবৃতিতে বলা হয়, সম্প্রতি আল- জাজিরা উদ্দেশ্যপ্রণেদিত ও দুরভিসন্ধিমূলকভাবে বাংলাদেশ ও সরকারকে নিয়ে বিভ্রান্তিমূলক কল্পকাহিনী তৈরি করে অপপ্রচার করেছে। তথাকথিত অনুসন্ধানী সাংবাদিকতার নামে মনগড়া তথ্য প্রচারের মাধ্যমে আল- জাজিরা মূলত অপেশাদার ও হলুদ সাংবাদিকতার পরিচয় দিয়েছে। ইতিপূর্বে আমরা লক্ষ্য করেছি, আল- জারিরা বাংলাদেশের স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের চেতনা বিরোধী শক্তির ক্রীড়নক হিসেবে কাজ করেছে, যার সত্যতা যুদ্ধপরাধীদের বিচারের বিপক্ষে আল-জাজিরার অপতৎপরতা এবং হেফাজতে ইসলামের আন্দোলনে হতাহতের সংখ্যা নিয়ে মিথ্যা ও বানোয়াট সংবাদ প্রচারই প্রমাণ করে। পূর্বের ন্যায় কাতার ভিত্তিক এই সংবাদমাধ্যমটি রাজনৈতিক উদ্দেশ্য হাসিলের জন্য বর্তমানেও বাংলাদেশ ও সরকারবিরোধী গভীর ষড়যন্ত্রে লিপ্ত।

আল-জাজিরার এই উদ্দেশ্যপ্রণোদিত ও দুরভিসন্ধিমূলক অপপ্রচার বাংলাদেশের অব্যাহত উন্নয়ন অগ্রযাত্রাকে ব্যাহত করে দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা বলে সংবাদ বিবৃতিতে বশেমুরবিপ্রবি শিক্ষক সমিতি জানায়।

 

নবধারা/বিএস

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।