মোঃ জিহাদুল ইসলাম, নড়াইলঃ
নড়াইলের লোহাগড়া উপজেলায় ২৬ ডিসেম্বর আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকাকে বিজয়ী করতে আওয়ামিলীগের পথসভা অনুষ্ঠিত হয়েছে। ১৯ ডিসেম্বর (রবিবার ) বিকাল ৩ টায় ৬ নং ওয়ার্ড তেলকাড়া আশ্রয়ন প্রকল্পের পাশে এ পথ সভা অনুষ্ঠিত হয়।
ইউনিয়ন আওয়ামিলীগের সাধারণ সম্পাদক বিএম আসলাম হোসেন টুটলের সঞ্চালনায় অনুষ্ঠিত পথ সভায় সভাপতিত্ব করেন জেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক, ইউনিয়ন আওয়ামিলীগের সভাপতি ও সাবেক চেয়ারম্যান খান জাহাঙ্গীর আলম, প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও সদর উপজেলা চেয়ারম্যান নিজামুদ্দিন খান নিলু, বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি শিকদার আজাদ রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক আবু হেনা মোস্তফা কামাল স্বপন, ত্রান ও সমাজ কল্যান বিষয়ক সম্পাদক খান এ কাইয়ুম চুন্নু, লোহাগড়া উপজেলা আওয়ামীলীগের সভাপতি মুন্সী আলাউদ্দিন, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র আলহাজ্ব সৈয়দ মশিউর রহমান, লোহাগড়া উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ফয়জুল হক রোমসহ সমর্থক ও তৃণমূলের নেতাকর্মীরা।
বক্তারা কোটাকোল ইউনিয়নে নৌকাকে বিজয়ী করে উন্নয়নের ধারা অব্যাহত রাখাসহ দেশরত্ন শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার আহ্বান জানান। তৃনমূলের সকল নেতাকর্মীকে নৌকার বিজয়ে কাজ করার আহ্বানও জানান বক্তারা।