নাজিরপুর (পিরোজপুর) প্রতিনিধিঃ
করোনার ভ্যাকসিন প্রদানের দ্বিতীয় দিনে টিকা গ্রহণ করেছেন পিরোজপুর জেলার নাজিরপুর উপজেলা নির্বাহী অফিসার মোঃ ওবায়দুর রহমান।
আজ মঙ্গলবার (০৯ ফেব্রুয়ারী) নাজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সভাকক্ষে তিনি করোনার ভ্যাকসিন গ্রহণ করেন।
টিকা প্রদান কর্মসূচীতে প্রধান অতিথি হিসেবে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ ওবায়দুর রহমান করোনা টিকা গ্রহণের পরে পর্যায়ক্রমে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ ইস্রাফিল হোসেন সহ উপজেলার ১০ জন কর্মকর্তা করোনা ভ্যাকসিন টিকা নেন।
এ সময় নাজিরপুর উপজেলার কর্মকর্তা-কর্মচারী এবং স্থানীয় সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন।
নাজিরপুর উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডাঃ ফজলে বারী নবধারা কে জানান, “টীকাদান কর্মসূচীর ২য় দিনে ৮০ জনকে টীকা প্রদান করা হয়েছে। ১ মাস পরে তাদেরকে দ্বিতীয় ডোজ দেওয়া হবে। টিকা প্রদানের জন্য আমাদের রেজিষ্ট্রেশন কার্যক্রম চলমান রয়েছে।”
নবধারা/বিএস