Nabadhara
ঢাকাসোমবার , ২৭ ডিসেম্বর ২০২১
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

চিতলমারীতে হয়রানি বন্ধের দাবীতে ইজিবাইক-মাহেন্দ্র চালকদের মানববন্ধন

Bayzid Saad
ডিসেম্বর ২৭, ২০২১ ৩:৪৩ অপরাহ্ণ
Link Copied!

স্টাফ রিপোর্টার,চিতলমারী: 

বাগেরহাটের চিতলমারীতে ইজিবাইক-মাহেন্দ্র চালকদের ওপর হয়রানী বন্ধের দাবীতে মানববন্ধন করেছেন উপজেলার প্রয় দুই শতাধিক ইজিবাইক-মাহেন্দ্র চালক। সোমবার দুপুর ১২ টায় চিতলমারী সদর বাজারের পুরাতন বাস স্টান্ডের ব্রিজের ওপর এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এ সময় মানববন্ধনে অংশগ্রহনকারী ইজিবাইক ও মাহেন্দ্র চালকেরা জানান, গত এক সপ্তাহ ধরে তারা চিতলমারী থেকে যাত্রী বা কোন পণ্য নিয়ে জেলা শহর বাগেরহাটে যেতে পারছেন না। যাত্রী বা কোন পণ্য নিয়ে বাগেরহাটের দেপাড়া বাজার নামক স্থানে পৌঁছালেই স্থানীয় ৯-১০ জন প্রভাবশালী ব্যক্তি তাদের অকথ্যভাষায় গালিগালাজ ও মারধর করে। সেই সাথে যাত্রীদের মাহেন্দ্র ও ইজিবাইক থেকে নামিয়ে দেয়। তারা আরো জনান, বিষয়টি আমরা বিভিন্ন গন্যমান্য ব্যাক্তিকে জানালেও কোন প্রতিকার মেলেনি।

মানববন্ধন শেষে একটি প্রতিবাদ মিছিল বের হয়ে চিতলমারী সদর বাজার প্রদক্ষিণ পূর্বক উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে একটি লিখিত অভিযোগ দায়ের করেণ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।