প্রিন্ট এর তারিখঃ জুলাই ১১, ২০২৫, ১২:২৫ এ.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ২৮, ২০২১, ৫:৫০ অপরাহ্ণ
কোটালীপাড়ায় এতিমখানার শিশুদের মাঝে জ্ঞানের আলো পাঠাগারের কম্বল বিতরণ

কোটালীপাড়া প্রতিনিধিঃ
গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় এতিমখানার শিশুদের মাঝে কম্বল বিতরণ করেছে স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন জ্ঞানের আলো পাঠাগার।
আজ মঙ্গলবার উপজেলার তারাশী গ্রামে নির্মিত জ্ঞানের আলো পাঠাগার চত্ত্বরে উপজেলা নির্বাহী অফিসার ফেরদৌস ওয়াহিদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শতাধিক শিশুর হাতে কম্বল তুলে দেন।
এ সময় উপজেলা আওয়ামী লীগের শিক্ষা ও গবেষণা বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম দাড়িয়া, যুবলীগ নেতা লিটন শেখ, জ্ঞানের আলো পাঠাগারের সভাপতি সুশান্ত মন্ডল, সদস্য আজিজুল ইসলাম, সহ-সভাপতি নাহিদ হাওলাদার, সাধারণ সম্পাদক মাসুদুর রহমান পারভেজ, টিম লাইফ সাপোর্ট এর টিম লিডার রিফাত, রাশেদুল ইসলামসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
জ্ঞানের আলো পাঠাগারের সভাপতি সুশান্ত মন্ডল বলেন, ফেসবুকের মাধ্যমে অর্থ সংগ্রহ করে প্রতি বছর অসহায় দরিদ্রদের মাঝে কম্বল বিতরণ করা হয়। এরই ধারাবাহিকতায় এবার উপজেলার এতিমখানাগুলোর শিশুদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার ফেরদৌস ওয়াহিদ বলেন, শিক্ষা উন্নয়নের পাশাপাশি আর্তমানবতার সেবায় একটি রোল মডেলে পরিণত হয়েছে জ্ঞানের আলো পাঠার। ফেসবুক ব্যবহার করে মানুষের কল্যাণে কাজ করা যায় তা দেখিয়ে দিয়েছে এই সংগঠনটি। সমাজের পিছিয়ে পড়া মানুষদের সেবা দেওয়ার মাধ্যমে জ্ঞানের আলো পাঠাগার তৈরী করেছে মানবতার জাগরণ। জ্ঞানের আলো পাঠাগার যেমন এতিমখানাগুলোর শিশুদের মাঝে কম্বল দিয়ে শীতের কষ্ট দূর করেছে তেমনি এই কাজের মাধ্যমে এই সংগঠনটি মানবতার কল্যাণে উজ্জ্বল দৃষ্ঠান্ত হয়ে থাকবে। সকলের উচিত জ্ঞানের আলো পাঠাগারের পাশে থেকে তাদের এই মানবিক কাজগুলোতে সার্বিক সহায়তা করা।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2025 Nabadhara. All rights reserved.