Nabadhara
ঢাকাবুধবার , ২৯ ডিসেম্বর ২০২১
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা ক্ষান্ত হব না;বশেমুরবিপ্রবি উপাচার্য

Bayzid Saad
ডিসেম্বর ২৯, ২০২১ ৮:১২ অপরাহ্ণ
Link Copied!

মেজবা রহমান;স্টাফ রিপোর্টারঃ
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রাইসুল ইসলাম শুভ ও ভ্যানচালকের মৃত্যুর প্রতিবাদে ঘাতক ড্রাইভার হেলপার হেলপার ও পরিবহন মালিকের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিশ্ববিদ্যালয় সংলগ্ন ঢাকা – খুলনা মহাসড়কে গতকাল মঙ্গলবার দুপুর ১.৩০ ঘটিকায় মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।এসময় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, প্রক্টর, শিক্ষক, শিক্ষার্থী অনেকে উপস্থিত ছিলেন।
মানববন্ধনে বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী আঁখি বলেন, “ইতিপূর্বে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মসিউর রহমান, মুবিন, শম্পা রাণীর মৃত্যু হলেও আমরা কোন বিচার পায়নি। আমার ছোট ভাই শুভ’ই যেন দুর্ঘটনায় মারা যাওয়া শেষ শিক্ষার্থী হয় সে বেপারে প্রশাসনের দ্রুত পদক্ষেপ আশা করছি।
এ সময়, বশেমুরবিপ্রবি উপাচার্য এ কিউ এম মাহবুব বলেন, আমাদের সকল কাজ ফেলে এখানে দাঁড়ানোর কথা ছিল না। কিন্তু আমরা বাধ্য হয়েছি। ঘোনাপাড়ার এই মোড়ের যে ট্রাফিক নিয়ম থাকার কথা ছিল, প্রশাসন তা সঠিকভাবে স্থাপন করেনি বলে এত দুর্ঘটনা। আমরা প্রশাসনের কাছে দাবি জানাচ্ছি তারা যে দ্রুত সময়ের মধ্যে এসকল সমস্যার সমাধান করে। আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা ক্ষান্ত হব না, প্রয়োজনে আমরা আবারও রাস্তায় নামব।
প্রসঙ্গত, সোমবার সাড়ে ১১ টায় ঢাকা- খুলনা মহাসড়কের ঘোনাপাড়া এলাকায় যাত্রীবাহী দোলা পরিবহন যাত্রীবাহী ভ্যানকে চাপা দেয়। এই দুর্ঘটনায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শুভ ও ভ্যানচালক মারা যায় এবং গুরুতর আহত হয় ২ জন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।