বেগ মোঃ সেলিম রেজা, গোপালগঞ্জঃ
৫ম ধাপে অনুষ্ঠিতব্য ইউপি নির্বাচনে গোপালগঞ্জ সদর উপজেলার গোপীনাথপুর ইউনিয়নের প্রার্থীরা কোমর বেঁধে মাঠে নেমেছেন। চেয়ারম্যান, মেম্বার পুরুষ ও মহিলা প্রার্থীদের পদচারণায় মুখরিত হয়ে উঠেছে গ্রাম জনপদ।
নির্বাচনের দিন যতই ঘনিয়ে আসছে প্রার্থীরা ভোটের মাঠে ঝাঁপিয়ে পড়ছেন জোরেশোরে। তারা ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে ভোট প্রার্থনার পাশাপাশি নানা প্রতিশ্রুতি দিচ্ছেন। প্রত্যেক প্রার্থীই ভোটারদের নিজেদের পক্ষে আনার জন্য মাঠ চষে বেড়াচ্ছেন। ভোট এখন এ এলাকার মানুষের প্রধান আলোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছে। চায়ের দোকান, মুদি দোকান ও বাজারঘাট সরগরম করে তুলছে ভোটের আলোচনায়। কে চেয়ারম্যান নির্বাচিত হচ্ছেন, এ নিয়ে যেন বিতর্কের শেষ নেই। যে যাকে পছন্দ করেন, তার পক্ষে সাফাই গাইতেও কেউ বাদ দিচ্ছেন না। প্রতীক পাওয়ার পর থেকে প্রার্থীদের চোখে আর ঘুম নাই। কাক ডাকা ভোরে ঘুম থেকে উঠে তারা ছুটছেন ভোটারদের দ্বারে দ্বারে। ফিরছেন গভীর রাতে। প্রার্থীরা নাওয়া খাওয়াই প্রায় ছেড়ে দিয়েছেন। এবারে গোপীনাথপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে লড়ছেন আটজন প্রার্থী।
এরা হলেন বর্তমান ইউপি চেয়ারম্যান শরীফ আমিনুল হক লাচ্চু (প্রতীক অটোরিক্সা ), সাবেক ইউপি চেয়ারম্যান মোঃ সাহেব আলী মোল্লা টুকু (প্রতীক দুটি পাতা), পুলিশ কর্মকর্তা (অবঃ) মোঃ তারিফুজ্জামান মিয়া তারেক (প্রতীক আনারস ), গোপালগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির সাবেক সভাপতি শরীফ ফারুক আহম্মেদ সিদ্দিকী (প্রতীক ঘোড়া), আলমগীর শরীফ (প্রতীক মটর সাইকেল), ইউনিয়ন আওয়ামীলীগের সিনিয়র সহ সভাপতি আলহাজ¦ আব্দুস ছবুর শরীফ (প্রতীক চশমা), সাবেক ছাত্রনেতা মোঃ আরমান হোসেন সৌখিন (প্রতীক রজনীগন্ধা), শরীফ মাহমুদ হাসান ডোরা (প্রতীক টেলিফোন)।
উল্লেখ্য গোপালগঞ্জ ২ আসনের মাননীয় সাংসদ শেখ ফজলুল করিম সেলিম তার নির্বাচনী এলাকার সকল ইউনিয়নকে উম্মুক্ত ঘোষণা করেছেন। ফলে জেলার অন্য উপজেলার ইউনিয়ন গুলিতে নৌকা প্রতীক থাকলেও এখানে নির্বাচন হচ্ছে উম্মুক্ত।
ফলে জমে উঠেছে নির্বাচনী প্রচার-প্রচারণা। পথ সভা আর গণ-সংযোগে ব্যস্ত সময় পাড় করছেন প্রার্থীরা। ভোটারদের দুয়ারে দুয়ারে ঘুরে দিচ্ছেন নানান প্রতিশ্রুতি। কিন্তু কারো কথায় নয়, যোগ্য ও সৎ প্রার্থীকে বেছে নেবেন ভোটাররা। এমনটাই জানান তারা। ফলে ভোট গ্রহণের দিন যতই ঘনিয়ে আসছে, ততই বাড়ছে ভোটের আমেজ। একই সঙ্গে সাধারণ ভোটারদের মাঝে চলছে চুলচেরা বিশ্লেষণ।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2025 Nabadhara. All rights reserved.