নবধারা প্রতিনিধিঃ
স্ট্রোক করে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে (বিএসএমএমইউ) চিকিৎসাধীন উপজেলা চেয়ারম্যান মোঃ সোলায়মান বিশ্বাসের সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
আজ বৃহস্পতিবার সন্ধ্যায় শেখ মজলেল হক স্মৃতি সংঘের আয়োজনে নিলফা বাজারে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
দোয়া মাহফিলে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, ৭৫ সালে বঙ্গবন্ধুর পরিবারের শহীদ সদস্যদের বিদেহী আত্মার মাগফেরাত, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্থতা ও দীর্ঘায়ু কামনা এবং স্ট্রোক করে চিকিৎসাধীন উপজেলা চেয়ারম্যান মোঃ সোলায়মান বিশ্বাসের সুস্থতা কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
এসময় টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামীলীগের সভাপতি শেখ আবুল বাশার খায়ের, কুশলী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান বেলায়েত হোসেন সরদার, উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি পারভেজ রুমি সহ স্থানীয় আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।