নবধারা প্রতিনিধিঃ
গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক পাটগাতি সবুজ সংঘের সভাপতি শেখ হেদায়েতুল্লাহর মৃত্যৃতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা । গত বুধবার রাতে মুঠোফোনে তিনি এ সমবেদনা জ্ঞাপন করেন।
জানা যায়, টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ বাবুল শেখ প্রধানমন্ত্রী শেখ হাসিনার মোবাইল ফোনে শেখ হেদায়েত উল্লাহর মৃত্যুর খবর পৌছে দিলে তিনি এক ক্ষুদে বার্তার মাধ্যমে এ শোক প্রকাশ করেন।
এ বার্তায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, হেদায়েতের অকাল মৃত্যু খুবই দুঃখজনক। আমি তার শেকাহত পরিবারকে সমবেদনা জানাই এবং দোয়া করি আল্লাহ যেন তাকে বেহেশত নসিব করেন।
টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ বাবুল শেখ বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা হেদায়েতের মৃত্যুতে আমার ফোনে শোক বার্তা পাঠিয়েছেন। আমরা আওয়ামী লীগ হেদায়েতের পরিবারের পাশে রয়েছি। আশা করি তার পরিবার অর্থনৈতিক নিরাপত্তা হীনতায় পড়বে না।