Nabadhara
ঢাকারবিবার , ২ জানুয়ারি ২০২২
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

মোল্লাহাটে ৭ শতাধিক শালিক পাখি ফিরে পেল নতুন জীবন

Bayzid Saad
জানুয়ারি ২, ২০২২ ৫:২০ অপরাহ্ণ
Link Copied!

মোল্লাহাট (বাগেরহাট) প্রতিনিধিঃ

বাগেরহাটের মোল্লাহাটে শিকারিদের হাত থেকে উদ্ধার করে ৭ শতাধিক শালিক পাখি অবমুক্ত করেছে মোল্লাহাট থানা পুলিশ।

রবিবার(২ জানুয়ারি ) দুপুরে মোল্লাহাট থানা চত্বরে ২ শত ও উপজেলার  রাজপাট এলাকার কাকা মিয়ার বাড়ি থেকে ৫ শতাধিক শালিক পাখি অবমুক্ত করা হয়।

এর আগে গভীর রাতে মোল্লাহাট উপজেলার রাজপাট এলাকায় থানা পুলিশ অভিযান চালিয়ে  জনৈক কাকা মিয়ার বাড়ি থেকে ৭ শতাধিক শালিক পাখি উদ্ধার করে থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) সোমেন দাশসহ সঙ্গীয় ফোর্স।  এসময় পাখি শিকার কাজ ব্যবহৃত জাল জব্দ করা গেলেও  শিকারী/ ব্যবসায়ী পালিয়ে যায়।


পাখি অবমুক্ত করার সময় মোল্লাহাট থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) সোমেন দাশ, উপজেলা কমিউনিটি পুলিশিং কমিটির সভাপতি শহীদ মেহফুজ রচা, ওসি (তদন্ত) মোঃ মিজানুর রহমান শেখ, প্রেসক্লাব মোল্লাহাটের সাধারণ সম্পাদক এম এম মফিজুর রহমান, সিনিয়র সহ-সভাপতি শরীফ মাসুদুল করিম, যুগ্ম-সাধারণ সম্পাদক শেখ শাহিনুর ইসলাম শাহিন, প্রচার সম্পাদক মোঃ মনিরুজ্জামান মোল্লা, ইউপি চেয়ারম্যান শেখ রফিকুল ইসলাম, ইউপি সদস্য হাদী ফরাজীসহ থানা পুলিশের  কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

এবিষয়ে মোল্লাহাট থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোমেন দাশ নবধারা কে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে উপজেলার রাজপাট এলাকার কাকা মিয়ার বাড়ির গোয়াল ঘর থেকে ৭ শতাধিক শালিক পাখিসহ শিকার কাজে ব্যবহৃত জাল জব্দ করা হয়। এসময় পুলিশের উপস্থিতি বুঝতে পেরে শিকারী/ ব্যবসায়ীরা পালিয়ে যায়। পাখি আমাদের পরিবেশের ভারসাম্য রক্ষা করে তাই পাখি শিকার থেকে বিরত থাকা সহ পাখি সুরক্ষায় সকলকে সচেতন হওয়ার জন্য আহবান জানান তিনি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।