Nabadhara
ঢাকাসোমবার , ৩ জানুয়ারি ২০২২
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

নড়াইলে এক কেজি গাঁজাসহ একাধিক মাদক মামলার আসামী আটক !

Bayzid Saad
জানুয়ারি ৩, ২০২২ ৪:০৩ অপরাহ্ণ
Link Copied!

মোঃ জিহাদুল ইসলাম, নড়াইলঃ

নড়াইলে ডিবি পুলিশের মাদক বিরোধী অভিযানে সাগর দাস (৪৪) নামে এক মাদক কারবারী ও একাধিক মাদক মামলার আসামীকে আটক করা হয়েছে। ০২ জানুয়ারি (রবিবার) রাত সাড়ে ৮ টায় এক কেজি গাঁজাসহ তাকে আটক করা হয়। সাগর দাস নড়াইল পৌর এলাকার কুড়িগ্রাম গ্রামের মৃত বসন্ত দাসের ছেলে।

গোয়েন্দা পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে জেলা পুলিশ সুপারের নির্দেশনায় পুলিশ পরিদর্শক (ওসি ডিবি) সুকান্ত সাহার তত্ত্বাবধানে এসআই মোঃ আব্দুস সালাম সঙ্গীয় অফিসার এ এস আই মোঃ নাজিম, এএসআই প্রতাপ, এএসআই মোঃ আশিক সমন্বয়ে ডিবি পুলিশের একটি চৌকশ দল নড়াইল পৌরসভা আশ্রম বস্তি এলাকায় অভিযান চালিয়ে গাঁজা ক্রয়-বিক্রয় করা কালে সাগরকে তার বাড়ি থেকে গ্রেফতার করে এবং তার দেখানো মতে বাজারের ব্যাগের মধ্যে রাখা এক কেজি গাঁজা উদ্ধার করে। আসামীকে নড়াইল সদর থানায় হস্তান্তর করা হয়েছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা প্রক্রিয়াধীন। নড়াইল ডিবি পুলিশ ও জেলা পুলিশের মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।