Nabadhara
ঢাকাসোমবার , ৩ জানুয়ারি ২০২২
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

কালের কণ্ঠ”র শুভ সংঘের ব্যবস্থাপনায় লোহাগড়ায় দুইশতাধীক শীতার্তদের মাঝে কম্বল বিতরণ

Bayzid Saad
জানুয়ারি ৩, ২০২২ ৪:১৪ অপরাহ্ণ
Link Copied!

শরিফুল ইসলাম, স্টাফ রিপোর্টার নড়াইলঃ

নড়াইলের লোহাগড়া উপজেলায় দুইশতাধীক শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। সূত্র জানায়, জেলা পরিষদের লোহাগড়া ডাকবাংলো চত্বরে বসুন্ধরা গ্রুপের অর্থায়নে কালের কণ্ঠ পত্রিকার শুভ সংঘ এর ব্যবস্থাপনায় রবিবার(২ জানুয়ারি) বিকালে এ কম্বল বিতরণ করা হয়েছে।

লোহাগড়া পৌর মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ¦ সৈয়দ মসিয়ূর রহমান প্রধান অতিথি হিসাবে দুইশতাধীক শীতার্তদের মাঝে এ কম্বল বিতরণ করেন।

এসময় নড়াইল জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সিকদার আজাদ রহমান, কালের কণ্ঠের নড়াইল প্রতিনিধি মোঃ সাইফুল ইসলাম তুহিন, লোহাগড়া পৌরসভার ০৩নং সংরক্ষিত ওয়ার্ডের কাউন্সিলর রাজিয়া সুলতানা বিউটি, ৬নং ওয়ার্ডের কাউন্সিলর মোঃ গিয়াস উদ্দিন ভূঁইয়া, ৯নং ওয়ার্ডের কাউন্সিলর মোঃ সাহিদুর রহমান সাবু, ৮নং ওয়ার্ডের কাউন্সিলর মোঃ ফারুক হোসেন, প্রভাষক মোঃ শরিফুল ইসলাম, শিক্ষক মোঃ লিটন রেজা, কালের কণ্ঠ শুভ সংঘের নড়াইল জেলা কমিটির প্রচার সম্পাদক গাজী মফিজুর রহমান, আওয়ামীলীগ নেতা শেখ বুলবুল ইসলাম, কালের কণ্ঠের লোহাগড়া প্রতিনিধি এসকে,এমডি ইকবাল হাসান অনুষ্ঠান পরিচালনা করেন।

অনুষ্ঠানের প্রধান অতিথি লোহাগড়া পৌর মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ¦ সৈয়দ মসিয়ূর রহমান তার বক্তব্যে বলেন, প্রচন্ড শীতে কম্বল দিয়ে দরিদ্র ও শীতার্ত মানুষের পাশে দাঁড়ানোর ফলে মানুষ ব্যাপকভাবে উপকৃত হয়েছে। কম্বল বিতরণ করায় বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান, বসুন্ধরা গ্রুপের ব্যবস্থপনা পরিচালক, কালের কণ্ঠ পত্রিকার সম্পাদকসহ সংশ্লিষ্টদের ধন্যবাদ জানান পৌর মেয়রসহ অতিথিরা। পৌর মেয়র আরো বলেন, বর্তমান পৌর পরিষদ ভোগান্তি ছাড়াই নাগরিকদের দ্রুত নানা সেবা দিয়েছে। বিশেষ করে জন্মনিবন্ধন এর বিষয়ে নাগরিকরা অনেক সুযোগ সুবিধা পাচ্ছে। কোন রকম ভোগান্তি ছাড়াই নির্ধারিত সময়ে নির্ধারিত ফি দিয়ে জন্মনিবন্ধন সনদ পাচ্ছেন নাগরিকরা। ভবিষ্যতে বসুন্ধরা গ্রুপ কম্বল বিতরণ কার্যক্রম অব্যাহত রাখাসহ পরিধির আকার বাড়াবে করবে বলে অতিথিরা আশা প্রকাশ করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।